Sunday, November 9, 2025

করোনায় বেহাল দেশ আর বঙ্গে ভোট প্রচারে প্রতিশ্রুতির বন্যা শাহের

Date:

Share post:

বাড়তে থাকা করোনা পরিস্থিতি(Corona situation) দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ যত তীব্র হচ্ছে হাসপাতালগুলোতে অক্সিজেনের(oxygen) হাহাকার বেড়ে চলেছে ততই। তবে দেশের অবস্থা যাই হোক না কেন বঙ্গ নির্বাচন এখন পাখির চোখ কেন্দ্রের বিজেপি(BJP) নেতৃত্বের। আর সেই লক্ষ্যেই নিয়ম করে বৃহস্পতিবার ফের রাজ্যে ভোট প্রচারে এলেন অমিত শাহ(Amit Shah)। হরিরামপুরের জনসভা থেকে স্থানীয় মানুষের মন জয় করতে ঢালাও প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি কড়া ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) আক্রমণ শানালেন তিনি।

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের জনসভায় উপস্থিত হয়ে ফের একবার অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শানাতে দেখা যায় অমিত শাহকে। বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় অনুপ্রবেশ ইস্যুকে তুলে ধরে অমিত শাহ বলেন, “পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটি অন্যতম বড় সমস্যা। আর এই অনুপ্রবেশকারীরাই দিদির ভোটব্যাঙ্ক। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।” পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রকাশিত ইস্তেহার ফের একবার পাঠ করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি জানান, “বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল শাসনে বঞ্চিত উত্তরবঙ্গকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে।”

আরও পড়ুন:ভিক্ষে, ধার বা চুরি, যেভাবে হোক অক্সিজেন জোগাড় করুন, কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

যদিও অনুপ্রবেশ নিয়ে তৃণমূল সরকারের দিকে আঙুল তোলা বিজেপির এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ। আর বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আওতাধীন। তারপরও যদি রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে তবে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চরম ব্যর্থতা। তৃণমূলের বিরুদ্ধে এহেন অভিযোগ তোলা কোনভাবেই যুক্তিসংগত নয়।

Advt

spot_img

Related articles

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...