Thursday, December 18, 2025

করোনায় বেহাল দেশ আর বঙ্গে ভোট প্রচারে প্রতিশ্রুতির বন্যা শাহের

Date:

Share post:

বাড়তে থাকা করোনা পরিস্থিতি(Corona situation) দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ যত তীব্র হচ্ছে হাসপাতালগুলোতে অক্সিজেনের(oxygen) হাহাকার বেড়ে চলেছে ততই। তবে দেশের অবস্থা যাই হোক না কেন বঙ্গ নির্বাচন এখন পাখির চোখ কেন্দ্রের বিজেপি(BJP) নেতৃত্বের। আর সেই লক্ষ্যেই নিয়ম করে বৃহস্পতিবার ফের রাজ্যে ভোট প্রচারে এলেন অমিত শাহ(Amit Shah)। হরিরামপুরের জনসভা থেকে স্থানীয় মানুষের মন জয় করতে ঢালাও প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি কড়া ভাষায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) আক্রমণ শানালেন তিনি।

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের জনসভায় উপস্থিত হয়ে ফের একবার অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ শানাতে দেখা যায় অমিত শাহকে। বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় অনুপ্রবেশ ইস্যুকে তুলে ধরে অমিত শাহ বলেন, “পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটি অন্যতম বড় সমস্যা। আর এই অনুপ্রবেশকারীরাই দিদির ভোটব্যাঙ্ক। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে অনুপ্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে।” পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রকাশিত ইস্তেহার ফের একবার পাঠ করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি জানান, “বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তৃণমূল শাসনে বঞ্চিত উত্তরবঙ্গকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে।”

আরও পড়ুন:ভিক্ষে, ধার বা চুরি, যেভাবে হোক অক্সিজেন জোগাড় করুন, কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

যদিও অনুপ্রবেশ নিয়ে তৃণমূল সরকারের দিকে আঙুল তোলা বিজেপির এহেন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ। আর বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আওতাধীন। তারপরও যদি রাজ্যে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে তবে সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চরম ব্যর্থতা। তৃণমূলের বিরুদ্ধে এহেন অভিযোগ তোলা কোনভাবেই যুক্তিসংগত নয়।

Advt

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...