Monday, November 3, 2025

ভিক্ষে, ধার বা চুরি, যেভাবে হোক অক্সিজেন জোগাড় করুন, কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

Date:

দেশজুড়ে করোনা সংক্রমণ যেন অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে। দৈনিক সংক্রমণ বিশ্বরেকর্ড করেছে। এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে করোনা (corona) আক্রান্তদের জন্য অক্সিজেনের (oxygen) হাহাকার শুরু হয়েছে। আর এই সমস্যা নিয়ে মোদি সরকারের (modi government) বিরুদ্ধে বিরোধী দলগুলির সমালোচনা তো চলছিলই, এবার তার সঙ্গে যোগ হল আদালত। অক্সিজেন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালতের পর্যবেক্ষণ, কীভাবে বাস্তবকে অস্বীকার করতে পারে সরকার? অক্সিজেনের অভাবে মানুষকে মরতে দেওয়া যায় না। আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, আপনারা নিজেদের মতো সময় নিচ্ছেন অথচ মানুষ মরছে। কেন্দ্রকে দায়িত্বের স্মরণ করিয়ে বিচারপতি বিপিন সাঙ্ঘী ও রেখা পাটিলের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ভিক্ষা, ধার বা চুরি করে অক্সিজেন জোগাড় করুন। কারণ এটা জাতীয় বিপর্যয়।

প্রসঙ্গত, হাসপাতালগুলিতে অক্সিজেনের প্রবল ঘাটতির অভিযোগ করে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) হস্তক্ষেপ চেয়ে মামলা করে ম্যাক্স হেলথকেয়ার নেটওয়ার্ক। ওই মামলায় বিশেষ শুনানিতে হাইকোর্ট জানায়,১০ দিন অন্তর কোভিড আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। অক্সিজেনের যে অভাব রয়েছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। এই অভিযোগ মোটেই অতিরঞ্জিত নয়। আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না।

আরও পড়ুন:টিকাকরণে ‘জাতীয় পরিকল্পনা’ কী কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

কেন্দ্রের ভূমিকায় ভর্ৎসনার সুরে হাইকোর্টের কটাক্ষ, অক্সিজেনের জোগান নেই বলে এভাবে লোককে মরতে দেওয়া যায় না। এটা কোনও স্বাধীন রাষ্ট্রের চিন্তাভাবনা হতে পারে না। মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের নির্দেশ দিতে হবে, ভিক্ষা, ধার বা চুরি করে যেভাবেই হোক অক্সিজেন জোগাড় করুন। দিল্লি হাইকোর্টের রায় নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর কটাক্ষ, আমরা শ্বাস নিতে পারছি না, হাজার হাজার লোক বলছে নরেন্দ্র মোদী স্যর। ধৈর্য ধরে রাখার জন্যও অন্তত অক্সিজেনটা তো দিন।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version