Monday, November 3, 2025

ভিক্ষে, ধার বা চুরি, যেভাবে হোক অক্সিজেন জোগাড় করুন, কেন্দ্রকে তীব্র ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

Date:

দেশজুড়ে করোনা সংক্রমণ যেন অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছে। দৈনিক সংক্রমণ বিশ্বরেকর্ড করেছে। এই পরিস্থিতিতে রাজ্যে রাজ্যে করোনা (corona) আক্রান্তদের জন্য অক্সিজেনের (oxygen) হাহাকার শুরু হয়েছে। আর এই সমস্যা নিয়ে মোদি সরকারের (modi government) বিরুদ্ধে বিরোধী দলগুলির সমালোচনা তো চলছিলই, এবার তার সঙ্গে যোগ হল আদালত। অক্সিজেন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আদালতের পর্যবেক্ষণ, কীভাবে বাস্তবকে অস্বীকার করতে পারে সরকার? অক্সিজেনের অভাবে মানুষকে মরতে দেওয়া যায় না। আদালত ক্ষোভ প্রকাশ করে বলে, আপনারা নিজেদের মতো সময় নিচ্ছেন অথচ মানুষ মরছে। কেন্দ্রকে দায়িত্বের স্মরণ করিয়ে বিচারপতি বিপিন সাঙ্ঘী ও রেখা পাটিলের ডিভিশন বেঞ্চের মন্তব্য, ভিক্ষা, ধার বা চুরি করে অক্সিজেন জোগাড় করুন। কারণ এটা জাতীয় বিপর্যয়।

প্রসঙ্গত, হাসপাতালগুলিতে অক্সিজেনের প্রবল ঘাটতির অভিযোগ করে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) হস্তক্ষেপ চেয়ে মামলা করে ম্যাক্স হেলথকেয়ার নেটওয়ার্ক। ওই মামলায় বিশেষ শুনানিতে হাইকোর্ট জানায়,১০ দিন অন্তর কোভিড আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। অক্সিজেনের যে অভাব রয়েছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। এই অভিযোগ মোটেই অতিরঞ্জিত নয়। আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না।

আরও পড়ুন:টিকাকরণে ‘জাতীয় পরিকল্পনা’ কী কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

কেন্দ্রের ভূমিকায় ভর্ৎসনার সুরে হাইকোর্টের কটাক্ষ, অক্সিজেনের জোগান নেই বলে এভাবে লোককে মরতে দেওয়া যায় না। এটা কোনও স্বাধীন রাষ্ট্রের চিন্তাভাবনা হতে পারে না। মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের নির্দেশ দিতে হবে, ভিক্ষা, ধার বা চুরি করে যেভাবেই হোক অক্সিজেন জোগাড় করুন। দিল্লি হাইকোর্টের রায় নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর কটাক্ষ, আমরা শ্বাস নিতে পারছি না, হাজার হাজার লোক বলছে নরেন্দ্র মোদী স্যর। ধৈর্য ধরে রাখার জন্যও অন্তত অক্সিজেনটা তো দিন।

Related articles

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

বিদেশি বন্দি-মুক্তির দাবি! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে 

রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধনীর কাজ বা এসআইআর। ঠিক এই সময়েই আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের...

রাজ্যের প্রতিটি জেলায় খুলছে সোশ্যাল মিডিয়া ইউনিট, সিদ্ধান্ত মন্ত্রিসভার

রাজ্যের উন্নয়নের কর্মযজ্ঞ এবার আরও দ্রুত মানুষের কাছে পৌঁছবে সামাজিক মাধ্যমের মাধ্যমে। সেই লক্ষ্যেই প্রতিটি জেলায় পৃথক সোশ্যাল...

অস্ট্রেলিয়ায় রাত জেগে স্মৃতিদের বিশ্বকাপজয়ের সাক্ষী থাকলেন সূর্যরা

মুম্বইয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল(Indian women team)। গোটা দেশ সাক্ষী থেকেছে হরমনপ্রীতদের অবিস্মরণীয় কীর্তির।...
Exit mobile version