১৮ বছরের ঊর্ধ্বে কোভিড ভ্যাকসিনের জন্য ২৪ এপ্রিল শুরু রেজিস্ট্রেশন! দেখুন পদ্ধতি

পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই ভ্যাকসিন (Covid Vaxin) নিতে পারবেন। এমনই ঘোষণা করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ১৮ বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন নেওয়ার জন্য এবার রেজিস্ট্রেশন (Regestration) প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে সেই রেজিস্ট্রেশন পদ্ধতি।

কীভাবে নাম রেজিস্ট্রেশন করতে হবে–

আপনার মোবাইলে CoWIN অ্যাপটি ওপেন করুন, অথবা ওয়েব সাইট cowin.gov.in লিঙ্কে ক্লিক করুন।
রেজিস্টার অথবা সাইন ইন-এ ক্লিক করুন ।
এরপর আপনার ১০ ডিজিটের মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে রেজিস্টার করুন।

আরও প্রকাশনা: অক্সিজেন সংকট! হাহাকার দিল্লির হাসপাতালগুলিতে

এরপর আপনি একটি OTP পাবেন। নির্ধারিত জায়গায় OTP নম্বর নথিভুক্ত করুন। রেজিস্টার করার পর আপনি কবে ভ্যাকসিন নিতে যেতে পারবেন সেটি বেছে নিন। তবে সেই দিন ফাঁকা নাও পেতে পারেন। তার জন্য অ্যাপে জানিয়ে দেওয়া ফাঁকা দিনটি বেছে নিতে হবে।

আপনার ভ্যাকসিনেশন হয়ে গেলে আপনি একটি রেফারেন্স আইডি পাবেন । যা দিয়ে ভ্যাকসিন সার্টিফিকেট পেয়ে যাবেন আপনি।

Advt

Previous articleঅক্সিজেন সংকট! হাহাকার দিল্লির হাসপাতালগুলিতে
Next articleসিএসকে ম‍্যাচে রেকর্ড গড়লেন কার্তিক