অক্সিজেন সংকট! হাহাকার দিল্লির হাসপাতালগুলিতে

বাড়তে থাকা করোনা পরিস্থিতি(Corona situation) দেশের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ যত তীব্র হচ্ছে হাসপাতালগুলোতে অক্সিজেনের(oxygen) হাহাকার বেড়ে চলেছে ততই। এহেন পরিস্থিতির মাঝেই গত বুধবার দিল্লি হাইকোর্ট(Delhi High Court) সরকারকে নির্দেশ দেয় চুরি, ভিক্ষে, ধার যে করেই হোক অক্সিজেন জোগাড় করতেই হবে। তবে ভয়াবহ এই পরিস্থিতিতে অক্সিজেনের অপ্রতুলতা সামাল দিতে হাল খারাপ হচ্ছে সরকারের।

পরিস্থিতি কতটা ভয়াবহ তা চোখে পড়েছে দিল্লির মাতা চনন দেবী হাসপাতালে। দুশোর বেশি কোভিড রোগী ভরতি রয়েছে এই হাসপাতালে। কিন্তু হাসপাতালে অক্সিজেন শেষের পথে। স্বাভাবিক ভাবেই রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। একই অবস্থা দিল্লির LNJP হাসপাতালে। জানা যাচ্ছে, মোট চার ঘণ্টার মতো অক্সিজেন অবশিষ্ট আছে এখানে। অক্সিজেন জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। খারাপ অবস্থা রাজধানীর বহু ছোট হাসপাতালেরও। সেখানেও জোগান নেই অক্সিজেনের।

আরও পড়ুন:দেশজুড়ে অক্সিজেন ঘাটতি নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ প্রশান্ত কিশোরের

উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট বুধবার সরকারকে মনে করিয়ে দেয়, গুরুতর অসুস্থ নাগরিকদের জীবনরক্ষা করা কেন্দ্রের দায়িত্ব। বিশেষ করিডর করে হোক কিংবা বিমানের মাধ্যমেই হোক, যাঁদের অক্সিজেন প্রয়োজন তাঁদের কাছে তা পৌঁছে দিতেই হবে। যদিও হাইকোর্টের নির্দেশের পরও অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে কতৃপক্ষকে।

Advt

Previous articleদেশজুড়ে অক্সিজেন ঘাটতি নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ প্রশান্ত কিশোরের
Next article১৮ বছরের ঊর্ধ্বে কোভিড ভ্যাকসিনের জন্য ২৪ এপ্রিল শুরু রেজিস্ট্রেশন! দেখুন পদ্ধতি