Thursday, November 6, 2025

বিশ্বে প্রথম, দেশে দৈনিক সংক্রমণ ৩ লাখের বেশি, চিন্তা বাড়াচ্ছে করোনা

Date:

সব রেকর্ডকে ছাপিয়ে করোনার দৈনিক সংক্রমণে এগিয়ে গেল ভারত। দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে একদিনে ৩ লাখ  ১৪ হাজার ৮৩৫ জন মারণভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বছরের করোনার প্রথম ঢেউয়ে দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ পেরোয়নি। পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। দেশে একদিনেই করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ২১০৪ জনের। বর্তমানে দেশে মোট আক্রান্তের সংখ্যা  ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৮৮০ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লাখ ৯১ হাজার ৪২৮।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৭৮ হাজার ৮৪১ জন। যা দৈনিক আক্রান্তের প্রায় অর্ধেক। যার ফলে দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ লক্ষ ৯১ হাজার ৪২৮ জন। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৮৮০ জন। করোনার এই বাড়বাড়ন্তের মাঝেই চলছে নির্বাচন ও গণ টিকাকরণ। এখনও পর্যন্ত দেশে মোট টিকা পেয়েছেন ১৩ কোটি ২৩ লক্ষ ৩০ হাজার ৬৪৪ জন সংক্রমণ রুখতে ইতিমধ্যেই দেশের বহু রাজ্য কারফিউ এবং লকডাউনের পথে হেঁটেছে।

দেশের মধ্যে মহারাষ্ট্র, কেরল, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবথেকে বেশি। সরকারি হিসেবে মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লক্ষ ২৭ হাজার ৮২৭ আর মৃত্যু হয়েছে ৬১,৯১১ জনের৷ গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭,৪৬৮ জন আর মৃত্যু হয়েছে ৫৬৮ জনের। কেরলে আক্রান্ত ১২ লক্ষ ৯৫ হাজার ০৬০ জন। মৃত্যু হয়েছে ৫,০০১। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২২,৪১৪ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ২২ হাজার ২০২ আর মৃত্যু হয়েছে ১৩,৭৬২ জনের। তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ২৫ হাজার ০৫৯ আর মৃত্যু হয়েছে ১৩,২৫৮ জনের।

 

 

Related articles

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...
Exit mobile version