ক্ষমতা রয়েছে, তবুও প্রয়োগ করছে না নির্বাচন কমিশন: তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হাই কোর্ট

করোনার সময় প্রচার বন্ধের মামলায় নির্বাচন কমিশনকে তুলোধোনা কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে আদালতের সাফ কথা, সার্কুলার দিয়ে জনগণের উপর ছেড়ে দিয়েছে কমিশন। দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে কমিশন। সার্কুলার নয় কমিশনের পদক্ষেপ চাইছি । কমিশনের কাছে আদালতের জিজ্ঞাসা, আপনাদের সব আছে। চূড়ান্ত ক্ষমতা রয়েছে ।  পুলিশ আছে, অফিসার আছে। এই সময় টি এন সেশনের দশ ভাগের এক ভাগ কাজ করে দেখাক কমিশন। সংবিধানের দেওয়া ক্ষমতার যথোপযুক্ত ব্যবহার করছে না কমিশন ।

দৈনিক করোনা সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে রাজ্যে। দৈনিক মৃত্যুও ঘোরাফেরা করছে ৬০-এর আশপাশে।

Advt

Previous article‘সঠিক পরিকল্পনা ম‍্যাচ জয়ের রাস্তা বের করে দেয়,’ বললেন ধোনি
Next articleযুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদহের কালিয়াচকে