ফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ২০২ পয়েন্ট নামল সেনসেক্স

🔹সেনসেক্স ৪৭,৮৭৮.৪৫ (⬇️ -০.৪২%)

🔹নিফটি ১৪,৩৪১.৩৫ (⬇️ -০.৪৫%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির প্রভাব ফের নেমে এলো দেশের শেয়ারবাজারে। গত কয়েকদিন ধরে টালমাটাল পরিস্থিতির পর শুক্রবার ফের বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ২০২ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। টানা যেভাবে শেয়ার বাজারে পতন ঘটছে তাতে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:করোনায় গোটা দেশকে ডুবিয়ে এখন নির্লজ্জের মতো ভোট চাইছে বিজেপি : কুণাল

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -২০২.২২ পয়েন্ট বা -০.৪২ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৭,৮৭৮.৪৫। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -৬৪.৮০ পয়েন্ট বা -০.৪৫ শতাংশ নেমে হয়েছে ১৪,৩৪১.৩৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Advt

Previous articleকরোনায় গোটা দেশকে ডুবিয়ে এখন নির্লজ্জের মতো ভোট চাইছে বিজেপি : কুণাল
Next articleকৃষ্ণনগরে করোনায় মৃত ব্যক্তির দেহ সরাতে সময় লাগল ২৪ ঘণ্টা