Tuesday, November 11, 2025

‘বিহার পায়নি’, বাংলায় বিজেপির বিনামূল্যে ভ্যাকসিনকে ‘জুমলা’ কটাক্ষ ডেরেকের

Date:

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঘোষণা করে দিয়েছেন আগামী ৫ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। বঙ্গে ভোটের বাজারে হালে পানি পেতে অবশেষে শুক্রবার বিজেপির তরফে ঘোষণা করে দেওয়া হলো এবার বাংলায় বিজেপি(BJP) ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যে শেষ দুই দফা নির্বাচনের আগে বিজেপির এহেন ঘোষণা রাজনৈতিক দিক থেকে যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। যদিও গেরুয়া শিবিরের এই ভ্যাকসিন প্রতিশ্রুতিকে সম্পূর্ণ ‘জুমলা’ বলে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)। ভোটের আগে বিহারে বিজেপির তরফে এহেন মিথ্যাচার যে আগেও করা হয়েছিল সে কথা স্মরণ করিয়ে দিলেন ডেরেক।

দেশে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জন্য সরাসরি নরেন্দ্র মোদির অদূরদর্শিতাকে দায়ী করেছে তৃণমূল। পাশাপাশি বৃহস্পতিবার তপনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আগামী ৫ মে থেকে বাংলায় সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর ভোটের বাজারে ভ্যাকসিন নিয়ে মাঠে নেমে পড়ে গেরুয়া শিবির। টুইট করে বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়, “পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বিনামূল্যে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে।” তবে বিজেপির এই প্রতিশ্রুতিকে ভ্যাকসিন জুমলা কটাক্ষ করে বিহারের উদাহরণ টেনে পাল্টা টুইট করেন ডেরেক। তিনি বলেন, “শেষ দু’দফার নির্বাচনের আগে রাজ্যে ক্ষমতায় এলে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। নির্বাচনের আগে ঠিক একই ঘোষণা বিহারে করা হয়েছিল। ভোট পার হওয়ার পর বিজেপি তা ভুলে গিয়েছে। এবার বাংলাতে ‘ভ্যাকসিন জুমলা’ করা হচ্ছে। বিজেপির এই ‘ভ্যাকসিন জুমলা’কে কোনভাবেই বিশ্বাস করবেন না।”

আরও পড়ুন:চির ঘুমের দেশে শ্রাবণ, শোকপ্রকাশ করলেন কুমার শানু-নাদিম-মাধুরী

অন্যদিকে, বিনামূল্যে ভ্যাকসিন তো বটেই ভ্যাকসিনের দামে বৈষম্যের ঘটনাকে উল্লেখ করে বৃহস্পতিবার বিজেপিকে আক্রমণ শানাতে ছাড়েননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই কোভিডটা নরেন্দ্র মোদীর অবদান। ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে। তাই মানুষ মারা যাচ্ছে।’ অভিযোগ করেন, দিল্লি যদি আগে থেকে ভ্যাকসিন দিত তবে এই কোভিডটা হত না। তিনি বলেন, ‘মোদীকে ভ্যাকসিন দিতে বলেছিলাম, পয়সা দেওয়ার কথা বলা হলেও তা দেওয়া হল না। ৫ মে পর থেকে আমরা একদম বিনা পয়সায় বাকিদেরও ভ্যাকসিন দেব। এখনও দিচ্ছি।‘ ভ্যাকসিনের দাম সব জায়গায় সমান করার দাবি বার বার জানান তিনি।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version