মর্মান্তিক ! ‘অক্সিজেন না পেয়ে মৃত ২৫, আর চলবে ২ ঘণ্টা’, জানাল দিল্লির গঙ্গারাম হাসপাতাল

সভ্য দেশে এমনও হয় !

অক্সিজেনের ভাঁড়ার শূন্য, ফলে নিঃশ্বাস নিতে পারেননি তারা। প্রাণ বাঁচাতে ব্যর্থ হলেন ২৫ মুমূর্ষ রোগী। তাঁদের শ্বাস চালু রাখার মতো অক্সিজেনই (oxygen) ছিল না হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ওই ২৫ রোগীর৷

এমন ঘটনাই ঘটেছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে (Gangaram Hospital)। হাসপাতাল সূত্রে খবর, যতটুকু অক্সিজেন মজুত রয়েছে, তা দিয়ে আর মাত্র ২ ঘণ্টা চালান যাবে। তারপর কী হবে, জানেন না চিকিৎসকরা ৷

এই হাসাপাতালে এখনও ভর্তি রয়েছে ৬০ জন মুমূর্ষ রোগী ছাড়াও প্রায় ৫০০ করোনা আক্রান্ত রোগী। গত ৩ দিন ধরে অক্সিজেনের জন্য আর্জি জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরছেন হাসপাতালের কর্মীরা৷

ওদিকে, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইট করে হরিয়ানার ফর্টিস হাসপাতাল আর্জি জানিয়ে বলেছিলো, আর মাত্র ৪৫ মিনিটের অক্সিজেন পড়ে আছে। রোগীদের প্রাণ বাঁচানোর জন্য সাহায্য করুন।
পাশাপাশি, অক্সিজেনের ঘাটতির কথা বলার সময় কার্যত ভেঙে পড়েন দিল্লির শান্তি মুকুন্দ হাসপাতালের CEO সুনীল সাগর। তিনি বলেছেন, ২ ঘণ্টার মতো অক্সিজেন রয়েছে আমাদের এখানে’।

Advt

Previous articleকরোনার দাপটে ব্রিটেনের লাল তালিকায় ভারত
Next articleঅক্সিজেন,ওষুধ পৌঁছে দেওয়ার কাজে বায়ুসেনা, DRDO খুলে দিয়েছে ৫০০ বেডের হাসপাতাল