Monday, November 10, 2025

স্বস্তির খবর, জার্মানি থেকে আসছে ২৩ টি ভ্রাম্যমান অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট

Date:

দেশজুড়েই চলছে করোনার দাপট। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে তাজা প্রাণ। শুক্রবার অক্সিজেনের অভাবে ২৪ জন আক্রান্ত মারা দিয়েছে। তাই অক্সিজেনের ঘাটতি মেটাতে জার্মানি (Germany) থেকে নিয়ে আসা হচ্ছে অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট (Oxygen Plant)। এই প্ল্যান্টিকে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। ভ্রাম্যমান ও উচ্চক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্ট প্রতি মিনিটে ৪০ লিটার এবং প্রতি ঘণ্টায় ২৪০০ লিটার অক্সিজেন উৎপাদন করবে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এরকম ২৩টি অক্সিজেন প্ল্যান্ট আর এক সপ্তাহের মধ্যেই ভারতে এসে পৌঁছবে ।করোনার ভয়াবহ পরিস্থিতিতে খানিকটা হলেও স্বস্তির খবর শোনাল কেন্দ্র।

করোনা মোকাবিলায় চিকিৎসা ও পরিষেবার জন্য সেনাবাহিনীর সাহায্য নেওয়া হবে বলে আগেই জানিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । শুক্রবারই বেগমপেট থেকে বায়ুসেনার সি-১৭ বিমানে ৮টি ক্রায়োজেনিক অক্সিজেন কন্টেনার নিয়ে আসা হয়। আরও একটা সি-১৭ বিমানে (IAF C 17) উন্দোর থেকে জামনগরে উড়িয়ে নিয়ে আসা হয় এমনই ১ টি কন্টেনার (Container)। বায়ুসেনার সি-১৩০ (IAF C 130) বিমানে অসমের জোরহাট থেকে হিন্দন অবধি উড়িয়ে নিয়ে যাওয়া হয় Rapid Action Medical Team এর যন্ত্রপাতিও।

শুক্রবার প্রতিরক্ষামন্ত্রকের এক মুখপাত্র জানান, দেশের বিভিন্ন রাজ্যের সেনা হাসপাতালগুলিতে জার্মানি থেকে আনা ওই ২৩টি ভ্রাম্যমাণ অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট রাখার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, বায়ুসেনার ওই প্ল্যান্টগুলি দেশে নিয়ে আসবে বলে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version