Friday, November 7, 2025

করোনা- চিকিৎসায় নতুন শস্ত্র ! ভারতে ছাড়পত্র পেল জাইডাস-এর Virafin

Date:

করোনা-আক্রান্তদের (Coronavirus) চিকিৎসার নতুন হাতিয়ার পেলো ভারত৷

সাবালক কোভিড (Covid 19) আক্রান্তদের চিকিৎসায় “ভিরাফিন” (Virafin) পেগিলেটেড ইন্টারফেরন আলফা ২-বি-কে (Pegylated Interferon alpha-2b (PegIFN) অনুমোদন দিলো ভারতের ওষুধ (Medicine) নিয়ন্ত্রক সংস্থা Drugs Controller General of India। জরুরি ক্ষেত্রে এই ওষুধ নিয়ন্ত্রিত ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছে প্রস্তুতকারক সংস্থা জাইডাস ক্যাডিলা-কে (Zydus Cadila)৷

Zydus Cadila সংস্থা এর পরেই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র তারা পেয়েছে। কোভিড (COVID-19) আক্রান্তদের দ্রুত সুস্থ করে তুলতে সক্ষম এই ‘ভিরাফিন’। মাঝারি পর্যায়ের করোনা আক্রান্তদের চিকিৎসায় এটি প্রয়োগ করা যাবে।এই অ্যান্টিভাইরাল ওষুধ জটিলতাও অনেক কমিয়ে দেবে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বিশেষজ্ঞদের অনুমতি নিয়েই ব্যবহার করা যাবে এই ‘ভিরাফিন’। সংস্থার দাবি, Virafin-এর মাত্র একটি ডোজ প্রয়োগ করতে হবে করোনা আক্রান্তদের। এই ওষুধ রোগীদের দ্রুত সুস্থ করে তুলবে৷ বলা হয়েছে, একইসঙ্গে পরিস্থিতির অবনতি হওয়াও রোধ করে এই ওষুধ।

আরও পড়ুন-বিজেপির সঙ্গে আঁতাত রয়েছে অধীর চৌধুরীর! বিস্ফোরক আব্বাস

জাইডাস ক্যাডিলা জানিয়েছে, ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে এই ওষুধ প্রয়োগের ৭ দিনের মধ্যেই ৯১.১৫% ব্যক্তির RT PCR টেস্টে নেগেটিভ রিপোর্ট আসছে। এই ওষুধের একটি ডোজই যথেষ্ট। ফলে, প্রয়োগ করা অন্যান্য ওষুধের তুলনায় অনেক বেশি সহজসাধ্যও বটে। এই ওষুধ প্রয়োগের সবচেয়ে বড় সুবিধা হল যে, এটি ব্যবহারের পর অক্সিজেন দেওয়ার প্রয়োজন হ্রাস পায়। ফলে, শ্বাসকষ্টজনিত সমস্যা থেকেও দ্রুত রেহাই পাবেন করোনা রোগীরা।
Cadila Healthcare-এর ম্যানেজিং ডিরেক্টর ডঃ শারভিল প্যাটেল বলেছেন, ‘সঠিক সময়ে এই ওষুধ প্রয়োগের মাধ্যমে দ্রুত আক্রান্তের সংখ্যা হ্রাস করা সম্ভব হবে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এটি সাহায্য করবে।’

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version