“হাতজোড় করে বলছি কেউ অক্সিজেন দিয়ে সাহায্য করুন”, কাতর আবেদন দিল্লির মুখ্যমন্ত্রীর

অনেক বলেও কাজ হয়নি। কেন্দ্রের (Central Goverment) কোনও উত্তর নেই। নরেন্দ্র মোদি( Narendra Modi)-অমিত শাহরা (Amit Sah) পশ্চিমবঙ্গের ভোট (West Bengal Assembly Election) নিয়ে ব্যস্ত। কিন্তু মানুষগুলিকে তো বাঁচাতে হবে! তাই দেশজুড়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের (CM) কাছে অক্সিজেন (Oxyzen) চেয়ে কাতর আবেদন অরবিন্দ কেজরিওয়ালের (Around Kejriwal).

করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। রোজ মারণ ভাইরাসের কবলে লক্ষ লক্ষ মানুষ। মৃত্যুর মিছিল। হুঁশ নেই কেন্দ্রের। দেশে অক্সিজেনের ঘোর সঙ্কট। কোভিড রোগীদের জন্য দেওয়া যাচ্ছে না অক্সিজেন। নরেন্দ্র মোদি-অমিত শাহরা রাজনীতি নিয়েই ব্যস্ত। দিল্লি হাইকোর্ট অক্সিজেন নিয়ে রাজনীতিকে তীব্র ধিক্কার জানিয়েছে। এই পরিস্থিতিরতে দিল্লির মুখ্যমন্ত্রী দেশের বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে অক্সিজেন চেয়ে চিঠি লিখলেন।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জরুরিভিত্তিতে দেশের প্রত্যেক রাজ্যে অক্সিজেন চেয়ে চিঠি লিখেছেন। কেন্দ্রের কাছে সাহায্য না পেয়ে দিল্লির অসহায় মুখ্যমন্ত্রীর কাতর আবেদন, কোনও রাজ্যের পক্ষে যদি তাদের নিজস্ব ঘাটতি মিটিয়েও হাতে কিছু অতিরিক্ত মেডিক্যাল অক্সিজেন থেকে থাকে, তবে তারা তা যেন দিল্লিতে পাঠিয়ে দেয় ।

আরও পড়ুন- ভ্যাকসিন নেই! দ্বিতীয় ডোজ না পেয়েই খালি হাতে ফিরলেন অশোক

Advt

Previous articleভ্যাকসিন নেই! দ্বিতীয় ডোজ না পেয়েই খালি হাতে ফিরলেন অশোক
Next article৪৮ তম জন্মদিনে বিশেষ বার্তা সচিনের