Wednesday, November 12, 2025

মানিকতলা কেন্দ্রের ১৪ নম্বর ওয়ার্ডে তুমুল উত্তেজনা। শনিবার বিকেলে। একইসময়ে মুখোমুখি tmc-bjpর সভা। মাইকে মাইকে টক্কর। পুলিশ, আধাসেনার তৎপরতা। দৌড়ঝাঁপ। অভিযোগ, পাল্টা অভিযোগ।
বিজেপির সভা থেকে dilp ghosh যখন তৃণমূলকে তুমুল আক্রমণ করছেন, তৃণমূলের মঞ্চ থেকে kunal ghosh বলছেন,” দিলীপবাবু চান না তৎকাল বিজেপিরা ছড়ি ঘোরাক। দিলীপ ঘোষ দিচ্ছে ডাক, বাংলা দিদির হাতেই থাকে। উনি ভাষণে যাই বলুন, সেটা ওঁর মনের কথা নয়।”

এদিন বিজেপির সভায় আসার কথা ছিল অমিত শাহের। তিনি যাননি। ছিলেন দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়রা। তৃণমূলের সভায় ছিলেন কুণাল ঘোষ, সুজাতা মন্ডল, প্রার্থী সাধন পান্ডের স্ত্রী সুপ্তি পান্ডে।

কীভাবে দুটো সভা মুখোমুখি হল? পুলিশের নজরে আসতেই ফোর্স বাড়ানো হয়। ২০০ মিটারের তফাতে সভা। মাইক নিয়ে তর্ক বাধে। বিকেলে বিজেপির কয়েকজন তৃণমূলের দিকে ছুটে যায়। সামান্য ইঁটবৃষ্টি হয়। বিশাল পুলিশবাহিনী মাঝখানে দাঁড়ায়।

আরও পড়ুন- করোনার টিকা থেকে রাজনৈতিক সভা- কেন্দ্রকে ধুয়ে দিলেন অভিষেক

তখনই বিজেপির মঞ্চে আসেন দিলীপ-লকেট। তৃণমূলের মঞ্চে ঢোকেন কুণাল-সুজাতা। একই সময়ে তীব্র ভাষণ চলতে থাকে। তবে নিশ্চিতভাবেই বিজেপির সভার থেকে লোক বেশি হয়েছে তৃণমূলের সভায়। এলাকার বাড়ির ছাদ, বারান্দা থেকে মানুষ সাধন পান্ডের সমর্থনে এগিয়ে আসেন।

শেষপর্যন্ত আর জল বেশি ঘোলা হয়নি। প্রবল উত্তেজনা ক্রমশ কমে আসে। প্রথমে বিজেপির সভা শেষ হয়। তারপর তৃণমূল সভা শেষ করে।

তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় পাল বলেন,” আমরা অনুমতি নিয়ে বৈধ সভা করেছি। ওরা কী করে অনুমতি পেল জানি না। পরাজয় নিশ্চিত বুঝে বিজেপি গোলমাল করছে।” বিজেপির অভিযোগ,” তৃণমূল আমাদের মাইক খুলে দিয়েছে।”

আরও পড়ুন- ৫০০ র বেশি জমায়েত, মিঠুন- দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version