Friday, November 14, 2025

করোনার টিকা থেকে রাজনৈতিক সভা- কেন্দ্রকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

আগেই জানিয়েছিলেন সব প্রশ্নের অকপট জবাব দেবেন, কথা রাখলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সন্ধে সাতটায় ফেসবুক (Facebook) লাইভে সব ধরনের প্রশ্নের উত্তর সরাসরি জবাব দিয়েছেন তিনি। আর করোনার টিকা থেকে রাজনৈতিক সভা নিয়ে কেন্দ্রকে ধুয়ে দিয়েছেন যুব তৃণমূল সভাপতি। বেশ কয়েকজন করোনা পরিস্থিতির সম্পর্কে এবং করোনাকালে রাজনৈতিক প্রচার-ভোট নিয়ে প্রশ্ন করেন। এই বিষয়ে অভিষেক বলেন, তৃণমূল প্রথম থেকেই ৮ দফা নির্বাচনের বিরোধিতা করেছে। করোনা (Carona) যখন দ্রুত ছড়াচ্ছে সেই পরিস্থিতিতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার শেষ দফাগুলি একসঙ্গে করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু অভিষেকের অভিযোগ, বিজেপিকে সুবিধা করে যাওয়ার জন্য সেই প্রস্তাবে কর্ণপাত করেনি নির্বাচন কমিশন।

শুধু তাই নয়, কমিশন সভা-সমিতির বিষয়ে যে নির্দেশ দিয়েছেন তাঁকে কটাক্ষ করেন অভিষেক। তাঁর মতে, কোনও জনসভায় কখনোই ৫০০ জন গুণে লোক হয় না। আর ৫০০ জনের মধ্যে একজনও যদি কোভিড (Covid) আক্রান্ত হন, তাঁর থেকে বাকিদের ছড়াতে পারে। এই পরিস্থিতিতে রাজনৈতিক সভা-সমিতি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন অভিষেক। তিনি বলেন, “মানুষের জীবনের থেকে বড় রাজনীতি নয়। কিন্তু কেন্দ্রের বিজেপি (Bjp) সরকার ক্ষমতা দখলের লড়াইয়ে নেমে সে কথা ভুলে যাচ্ছে। তারা করোনার বিষয়ে সতর্ক নয়, বাংলার ক্ষমতা দখলের চেষ্টা করছে”।

তাঁর কাছে প্রশ্ন আসে, ছ-দফার নির্বাচনে কটা আসন পাবে তৃণমূল? উত্তরে অভিষেক বলেন, আমি জ্যোতিষী নই। তবে আট দফা নির্বাচনের পর দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভ্যাকসিন (Vaccine) নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ। তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদি নিজের দেশের মানুষের জন্য ভ্যাকসিন না রেখে বিদেশে নিজের নাম প্রচারের জন্য ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছেন। যাঁরা তাঁকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, তাঁদের চিকিৎসারই এখন ব্যবস্থা হচ্ছে না। অভিষেক বলেন, সংসদ ভবন নতুন করে তৈরি না করে, প্রচারের জন্য নরেন্দ্র মোদিসহ বিজেপি নেতৃত্বের হেলিকপ্টার-বিমানের পিছনে কোটি কোটি টাকা খরচ না করে, যদি অনেক বেশি সংখ্যায় অক্সিজেন প্লান্ট করতেন তাহলে এই সময় কাজে আসত।

আরও পড়ুন- মিঠুনের সভায় বিধিভঙ্গ, কমিশনের FIR বৈষ্ণবনগরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

বাংলার মানুষের কাছে অভিষেক আবেদন করেন, “কেন্দ্রের সব বঞ্চনার জবাব ইভিএমে (Evm) দিন। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেললে কী অবস্থা হয় তা যেন টের পায় বিজেপি”।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version