Wednesday, November 5, 2025

“অক্সিজেন সাপ্লাই যার জন্য বাধাপ্রাপ্ত হবে তাকে ঝুলিয়ে দেব”, কড়া হুঁশিয়ারি আদালতের

Date:

Share post:

কেন্দ্র-রাজ্য বা স্থানীয় কারও জন্য যদি অক্সিজেন সাপ্লাই(Oxygen supply) ব্যাহত হয় তবে কোনও ভাবে রেহাত করা হবে না অভিযুক্তকে। মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা সেই অভিযুক্তকে ‘আমরা ঝুলিয়ে দেব’। ঠিক এই ভাষাতেই শনিবার কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই কড়া হুঁশিয়ারি দিল দিল্লি হাইকোর্ট(Delhi highcourt)। অক্সিজেন সঙ্কটের প্রেক্ষিতে মাহারাজা অগ্রসেন হাসপাতালের দায়ের করা এক আবেদনের শুনানিতে কড়া ভাষায় এমনটাই জানিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘী।

দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির কারণে দেশের একাধিক হাসপাতালের পাশাপাশি দিল্লির হাসপাতালগুলিতেও হাহাকার শুরু হয়েছে। এই পরিস্থিতিতে গুরুতর অসুস্থ করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেনের অভাবের কারণে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় মাহারাজা অগ্রসেন হাসপাতাল(Maharaja Agrasen Hospital)। সেই আবেদনের শুনানিতেই এদিন আদালত দিল্লি সরকারকে জানায়, অক্সিজেনের সাপ্লাই আটকানোর চেষ্টা করছে কে? সেটা আদালতকে জানান হোক। এরপরই কড়া সুরে দিল্লি হাইকোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘী(vipin sanghi) বলেন, ‘যদি কেউ অক্সিজেনের সাপ্লাই আটকানোর চেষ্টা করে তবে আমরা ওই ব্যক্তিকে ঝুলিয়ে দেব’। পাশাপাশি আরও জানানো হয়, ‘আমরা কাউকেই ছেড়ে কথা বলব না।’ এরপর দিল্লি সরকারকে নির্দেশ দেওয়া হয়, তারা যেন স্থানীয় প্রশাসনের এই ধরনের আধিকারিকদের বিরুদ্ধে কেন্দ্রের কাছেও অভিযোগ জানায়। যাতে কেন্দ্রীয় সরকার অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। এরপরই আদালতের তরফে কেন্দ্রকে প্রশ্ন করা হয়, দিল্লির জন্য বরাদ্দ দৈনিক ৪৮০ মেট্রিক টন অক্সিজেন কবে দেওয়া হবে? প্রসঙ্গত, গত ২১ এপ্রিল আদালতে কেন্দ্রের তরফে জানানো হয়েছিল দিল্লিকে দৈনিক ৪৮০ মেট্রিক টন অক্সিজেন দেওয়া হবে। যদিও এখন পর্যন্ত দৈনিক ৩৮০ মেট্রিক টন অক্সিজেন পেয়েছে দিল্লি। শুক্রবার মাত্র ৩০০ মেট্রিক টন অক্সিজেন এসে পৌঁছয় দিল্লিতে।

আরও পড়ুন:কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, পর্যবেক্ষকদের চ্যাটের নথি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন মমতা

অন্যদিকে ভয়াবহ অক্সিজেন সঙ্কটের জেরে শনিবার রাতে ফের দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে মৃত্যু হয়েছে ২৫ জন করোনা রোগীর। এ প্রসঙ্গে হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডঃ ডিকে বালুজা বলেন, ‘সরকারের তরফে আমাদের ৩.৫ মেট্রিক টন অক্সিজেন দেওয়ার কথা জানানো হয়। বিকেল পাঁচটার মধ্যে অক্সিজেন পৌঁছনোর কথা থাকলেও তা মধ্যরাতে এসে পৌঁছয়। অক্সিজেনের পরিমাণ কম থাকায় ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।’ অক্সিজেন সঙ্কট মেটাতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই হাসপাতালও।

Advt

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...