Saturday, November 22, 2025

খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কৈলাসের, ‘২৯ আসনেই হারাবো’, পাল্টা জ্যোতিপ্রিয়

Date:

Share post:

রাজ্যে সপ্তম দফার নির্বাচন শুরু হতে চলেছে সোমবার। তার ঠিক আগেই রবিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(jyotipriyo Mullick) বিরুদ্ধে ৫ বছরে ৫ হাজার কোটি টাকা রেশন দুর্নীতির(ration corruption) অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়(Kailash Vijayvargiya)। যদিও নির্বাচনের ঠিক আগে বিজেপির এহেন ভোটকুশলী ষড়যন্ত্রকে ফুৎকারে উড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দিলেন, উত্তর ২৪ পরগনার ২৯ টি আসনেই হারাবো বিজেপিকে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা কৈলাস বিজয়বর্গীয় বিরুদ্ধে মানহানি মামলা করারও হুঁশিয়ারি দেন জ্যোতিপ্রিয়।

রবিবার বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলের সাংবাদিক বৈঠক করে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘কৃষকরা ধানের উৎপাদনমূল্য পাননি। গরিবরা চাল পাননি। এই দুর্নীতিতে জড়িত মমতার ঘনিষ্ঠ মন্ত্রী।’ এরপর সরাসরি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কৈলাস বিজয়বর্গীয় জানান, ‘ত্রিপলের পয়সা এলেও গরিবদের কাছে পৌঁছয়নি। মোদীজি চাল পাঠালেও আসেনি। প্রায় ১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে প্রতিবছর। ৫ বছরে দুর্নীতির সংখ্যাটা ৫ হাজার কোটি।’ পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্য কতজন কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে সে তথ্য সরকার দেয়নি বলে অভিযোগ তোলেন কৈলাস। এছাড়াও গত কয়েক বছরে নির্বাচন কমিশনকে দেওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি বৃদ্ধির হিসেবে তুলে ধরা হয় বিজেপি তরফে। বলা হয়, শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশে সম্পত্তি রয়েছে ওনার।

আরও পড়ুন:রাত পোহালেই রাজ্যে ভোট সপ্তমী, ভবানীপুর-সহ একাধিক নজরকাড়া কেন্দ্র

এরপর নির্বাচনের ঠিক আগে বিজেপি তোলা এহেন অভিযোগের পাল্টা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “রাজ্যে বিজেপি গোহারা হারতে চলেছে। উত্তর ২৪ পরগনার ২৯ টি আসনের সবকটি আসন তৃণমূল পাবে। এটা বুঝতে পেরেই ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে।” পাশাপাশি কটাক্ষ করে তিনি আরো বলেন, “৫০০০ কোটি কেন ১০ হাজার কোটি টাকার সম্পত্তি আছে আমার। শুধু বাংলাদেশ কেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এমনকি ওর ছেলের কাছেও ১০ হাজার কোটি টাকা রাখা আছে। উনি জানেন না?” তিনি আরো বলেন, “বিজেপির কেন্দ্রীয় নেতারা আগে খোঁজ নিক বাংলায় বিজেপির প্রার্থীদের কাছ থেকে কত কোটি টাকা করে তুলেছে কৈলাস বিজয়বর্গীয়রা। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে ইঞ্চিতে ইঞ্চিতে তার হিসেব নেবো আমি। মানহানির মামলা করব। ওদের সঙ্গে আমার কোর্টে দেখা হবে।” পাশাপাশি সপ্তম দফা নির্বাচনের আগে এই ধরনের অভিযোগ সম্পর্কে জ্যোতিপ্রিয় বলেন, “হার নিশ্চিত বুঝে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই শেষ বেলায় মিথ্যাচারকে হাতিয়ার করে এগোনোর চেষ্টা করছে। যদিও তাতে লাভ কিছু হবে না।”

Advt

spot_img

Related articles

SIR রাজনৈতিক গণহত্যা! ‘দেশ বাঁচাও গণমঞ্চে’র সাংবাদিক বৈঠক থেকে সরব নির্মলার স্বামী প্রভাকর

SIR একটি রাজনৈতিক গণহত্যা। কেন্দ্রীয় সরকার এর মাধ্যমে অধিকাংশ মানুষকে বঞ্চিত করছে তাঁদের মৌলিক রাজনৈতিক অধিকার থেকে। শনিবার...

স্মৃতি-পলাশের বিয়েতেও মাঠে নামলেন রিচা-শেফালিরা! জমজমাট পাত্র-পাত্রীর ম্যাচ

জমজমাট স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)-পলাশ মুচ্ছলের (Palash muchhal)প্রাক বিবাহ অনুষ্ঠান। ক্রিকেটের সঙ্গে সুরের সমাহার। ভাইস ক্যাপ্টেনের বিয়ে উপলক্ষ্যে একত্রিত...

সীমান্ত বাণিজ্যে গতি: ‘সুবিধা পোর্টাল’-এর ফি কমাল রাজ্য 

ভারত–বাংলাদেশ সীমান্তের ভূমি শুল্ক স্টেশন ও ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) হয়ে পণ্যবাহী গাড়ি চলাচল আরও মসৃণ করতে রাজ্য...

আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস! তীব্র নিশানা কুণালের, রাজভবন যাচ্ছে চোপড়ার স্বজনহারা পরিবার

সি ভি আনন্দ বোসের মিথ্যে প্রতিশ্রুতির পর্দাফাঁস। গত বছর ফেব্রুয়ারি মাসে উত্তর দিনাজপুরের চোপড়ায় BSF-এর খোঁড়া ড্রেনে মাটি...