Monday, December 22, 2025

মমতার বিরুদ্ধে ‘টিকা রাজনীতি’র অভিযোগ নাড্ডার, পাল্টা তোপ কুণালের

Date:

Share post:

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি(corona situation)। বাংলার অবস্থাও ভালো নয়। নেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ও টিকা। প্রথম দফায় যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে এখনো অনেকের ভাগ্যে জোটেনি দ্বিতীয় দফার টিকা। যদিও নির্বাচন মুখর বাংলায় ভোট প্রচারে কোন খামতি নেই। রবিবার সশরীরে উপস্থিত না হলেও ভার্চুয়ালি বাংলায় ভোটের প্রচারে এসে টিকা নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। যদিও পাল্টা আক্রমণে নাড্ডাকে তুলোধনা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

রবিবার রাজ্যে একাধিক জায়গায় ভোট প্রচার করেন জেপি নাড্ডা। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে টিকা নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলেন তিনি। বলেন, বাংলায় ভ্যাকসিনের কোনও অভাব নেই। যুক্তি হিসেবে তিনি জানান, যদি তা থাকতো তবে রাজ্যের স্বাস্থ্য দফতর ভ্যাকসিন প্রয়োগের রিপোর্ট পেশ করত না। এরপরই ভ্যাকসিন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন বলে অভিযোগ তোলেন নাড্ডা। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ভ্যাক্সিনেশন হলেও তা অত্যন্ত অল্প সংখ্যায় হচ্ছে পর্যাপ্ত ভ্যাকসিনের অভাবে।

আরও পড়ুন:ভোটের আগেই খোদ কলকাতার বুকে রাজনৈতিক সংঘর্ষ, আহত ১৪

এদিকে ভ্যাকসিন নিয়ে বঙ্গে ভোট প্রচারে এসে নাড্ডার রাজনীতির পাল্টা আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, একটা নির্লজ্জ দল বিজেপি। উত্তরপ্রদেশ, বিজেপি, কর্ণাটক, রাজস্থান, মহারাষ্ট্র কি তৃণমূলের? সংকটের এই সময়ে গোটা দেশের সর্বনাশের মূলে এই বিজেপি। উদ্ধব ঠাকরে যখন নরেন্দ্র মোদীকে খুঁজে বেড়িয়েছেন, তখন প্রধানমন্ত্রী বাংলায় প্রচারে ব্যস্ত। অক্সিজেন নেই, জীবনদায়ী ওষুধ নেই। দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে দিয়েছে। অন্য সময় এক দেশ, এক সংবিধান। আর এখন এক দেশ আর বিভিন্ন রকম টিকার দাম? করোনার টিক কেন্দ্র পাবে এক দামে, রাজ্যগুলি পাবে বেশি দামে, আর খোলা বাজারে বিক্রি হবে আরও বেশি দামে!এই কেলেঙ্কারিটা তো জে পি নাড্ডা চাপিয়ে দিচ্ছেন!

Advt

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...