Friday, November 7, 2025

অনেক আলোচনা হয়েছে, এবার বিনামূল্যে ভ্যাকসিন দিন’, দাবি রাহুল গান্ধীর

Date:

“ঢের আলোচনা হয়েছে,
আর নয়৷ এবার বিনামূল্যে ভ্যাকসিন দিন”৷

এক টুইটবার্তায় স্পষ্টভাবে এই দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ( Rahul Gandhi)।

দেশজুড়ে করোনা- সংক্রমণ (COVID) ক্রমশই ভয়াবহ চেহারা নিচ্ছে৷ বিশেষজ্ঞদের বক্তব্য, টিকাকরণ-ই (vaccine) একমাত্র পথ৷ এদিকে, আগামী ১ মে থেকে ১৮-ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা কেন্দ্র ঘোষণা করলেও তাঁদের বিনামূল্যে টিকা দেওয়ার কথা জানায়নি কেন্দ্র। এই পরিস্থিতিতে এক টুইটে সরাসরি বিজেপিকে নিশানা করে সকলের জন্য বিনামূল্যে করোনা টিকার দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

টুইটে রাহুল লিখেছেন, “অনেক আলোচনা হয়েছে। প্রত্যেককে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে। আলোচনা শেষ। ভারতকে বিজেপি সিস্টেমের ফসল বানাবেন না।”
প্রসঙ্গত, দেশে ১ মে থেকে ১৮-ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়ার কথা। কিন্তু ভ্যাকসিন নির্মাতা সংস্থাগুলি এই টিকার ৩ রকমের দাম ঘোষণা করেছে। কেন্দ্র যে দামে ভ্যাকসিন কিনছে, তার থেকে অনেক বেশি দামে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলিকে করোনা টিকা কিনতে হচ্ছে। ফলে দেশজুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে৷ এই পরিস্থিতিতে করোনা- ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার দাবি করলেন রাহুল।

ইতিমধ্যেই ভ্যাকসিনের দাম জানিয়ে দিয়েছে সেরাম ও ভারত বায়োটেক সংস্থা। কেন্দ্রকে ১৫০ টাকায় দিলেও রাজ্য সরকারকে ৪০০ টাকায় ও বেসরকারি হাসপাতালগুলিকে ৬০০ টাকায় প্রতিষেধক কিনতে হবে বলে জানিয়েছে সেরাম। ভারত বায়োটেক আরও চড়া দাম ধার্য করেছে৷ কেন্দ্রকে ১৫০ টাকায় টিকা দেওয়ার কথা জানালেও রাজ্য সরকারকে ৬০০ টাকা ও বেসরকারি হাসপাতালগুলিকে একই করোনা টিকা ১২০০ টাকায় কিনতে হবে। এই ভিন্ন দাম নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধী দলগুলি। যদিও কেন্দ্র জানিয়েছে, রাজ্য সরকারকে পূর্ব নিয়ম অনুযায়ী, বিনামূল্যেই টিকা দেবে তারা।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version