দেবস্মিত মুখোপাধ্যায়
(হেলিকপ্টারে সফরসঙ্গী)
মালদহে সভা করতে যাওয়ার সময় আকাশপথে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া এবং আরামবাগের তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁর সফরসঙ্গী ছিল এখন বিশ্ব বাংলা সংবাদ। এদিন মানস ভুঁইয়া বলেন, “মালদহের শেষ লগ্নে প্রচারে চলেছি। আমাদের আবেদন বাংলার মানুষের কাছে আপনারা বিজেপিকে প্রত্যাখ্যান করুন। বিজেপি বাংলাকে ভালোবাসে না। বাঙালিকে ভালবাসেনা। বাংলাকে, বাঙালিকে একমাত্র রক্ষা করতে পারেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে বাংলার মানুষ জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে তৃণমূলকে এগিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন। বাংলার কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামিদিনে বাংলার অগ্রগতি উন্নয়নকে ত্বরান্বিত করুন। বাংলার ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করতে আমরা আপনাদের কাছে বিনীত প্রার্থনা করছি বিজেপিকে উচ্ছেদ করুন। তৃণমূলকে এগিয়ে দিন। বাংলাকে এগিয়ে দিন।”
আরও পড়ুন-অক্সিজেনের বদলে কি রোগী মন কি বাত শুনবেন? মালদহের পথে মোদিকে ধুয়ে দিলেন কুণাল
এদিন সুজাতা বলেন, “একুশের বিধানসভা নির্বাচনের প্রচারে শেষ দিন আজ। মালদহতে আজ তিনটি জনসভা রয়েছে। আমাদের লড়াই বাংলা মাকে বাঁচানোর লড়াই। বাংলার মা মাটি মানুষের সম্মান সুরক্ষার লড়াই। এই লড়াই একটি সাম্প্রদায়িক দেশ বিভাজন কারী জাত বিভাজনকারী ধর্মের বিভাজনকারী দেশ ‘বেচনেওয়ালা গাদ্দার’ ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই। এই লড়াইতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোদ্ধা হয়ে সামিল হয়েছি। তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন।”