কোভিড প্রটোকল মেনে সপ্তম দফার ভোটগ্রহণের আর্জি, টুইট মোদির

সকাল থেকেই শুরু হয় গিয়েছে ভোটগ্রহণ পর্ব। সকাল ৭ টার আগেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আর্জি জানিয়ে রাজ্যবাসীর উদ্দেশে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি লেখেন, ‘আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার ভোটগ্রহণ। মানুষকে অনুরোধ তাঁরা যেন কোভিড সংক্রান্ত সকল প্রোটোকল মেনে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।’

প্রসঙ্গত সোমবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে সপ্তম দফার ভোটগ্রহণ। এই দফায় ৩৬ কেন্দ্রে ভোট থাকলেও প্রার্থী মৃত্যুর কারণে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ভোটগ্রহণ হবে ১৬ মে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতার মোট ৩৪ কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছে ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধু বুথের নিরাপত্তায় ৬৫৩ কোম্পানি।

Advt

Previous articleভাটপাড়া আছে ভাটপাড়াতেই, এবার বোমাবাজিতে মৃত্যু কলেজ ছাত্রের
Next articleসংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে তৃণমূল, সকাল সকাল ভোট দিয়ে দাবি অভিষেকের