Sunday, January 11, 2026

“এটা লাভ করার সময় না”, ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকে বার্তা কেজরিওয়ালের

Date:

Share post:

করোনা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে গোটা দেশে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গুরুতর এই পরিস্থিতিতে সরকার খোলাবাজারে ভ্যাকসিন ছাড়লেও তার দামের বৈষম্য নিয়ে উঠছে প্রশ্ন। এহেন অবস্থায় মাঝেই এবার ভ্যাকসিন(Corona vaccine) প্রস্তুতকারক সংস্থাগুলিকে বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। জানিয়ে দিলেন, “লাভ করার জন্য সারা জীবন পড়ে রয়েছে। যখন অতিমারী ছড়িয়ে পড়েছে, তখন লাভ করাটা ঠিক নয়।”

১৮ বছরের ঊর্ধ্বে রাজ্যে সকলকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আমি ভ্যাকসিনের দাম নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলি কেজরিওয়াল আবেদন জানিয়ে বলেন আমি আবেদন করছি দিল্লির জন্য ভ্যাকসিনের দাম ডোজ প্রতি ১৫০ টাকা করা হোক। পাশাপাশি সংস্থাগুলিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “লাভ করার জন্য সারা জীবন পড়ে রয়েছে। যখন অতিমারী ছড়িয়ে পড়েছে, তখন লাভ করাটা ঠিক নয়। আমি একইসঙ্গে কেন্দ্রীয় সরকারকে আবেদন করব, ভ্যাকসিনের সর্বাধিক মূল্য ১৫০ টাকায় বেঁধে রাখতে।”

এদিন দিল্লির মুখ্যমন্ত্রী জানান, ‘এক ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা বলছে তারা (দিল্লি) সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দেবে। আরেক সংস্থা বলছে, তারা দেবে ৬০০ টাকায়। অথচ, ২টি সংস্থাই কেন্দ্রীয় সরকারকে ১৫০ টাকায় ভ্যাকসিন দিচ্ছে। আশা করব, সকলের জন্য দাম একই থাকবে।

আরও পড়ুন:বুর্জ খালিফায় #StayStrongIndia বার্তা দিয়ে ভারতের পাশে সংযুক্ত আরব আমিরশাহী

মুখ্যমন্ত্রী বলেন, এক ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা বলছে তারা (দিল্লি) সরকারকে ৪০০ টাকায় ভ্যাকসিন দেবে। আরেক সংস্থা বলছে, তারা দেবে ৬০০ টাকায়। অথচ, ২টি সংস্থাই কেন্দ্রীয় সরকারকে ১৫০ টাকায় ভ্যাকসিন দিচ্ছে। আশা করব, সকলের জন্য দাম একই থাকবে। উল্লেখ্য, ভারতে দু ধরনেরর ভ্যাকসিন দেওয়া হচ্ছে। একটি কোভিশিল্ড ও অন্যটি কোভ্যাক্সিন। এখানে সংস্থাগুলি কেন্দ্রকে ১৫০ টাকায় ভ্যাকসিনের ডোজ সরবরাহ করলেও, রাজ্য এবং বেসরকারি ক্ষেত্রের জন্য দাম বাড়িয়ে রেখেছে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এখানে অবস্থান মাঝেই গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন, রাজ্যগুলিকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করবে কেন্দ্র।

Advt

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...