Monday, August 25, 2025

করোনা আবহে দেশজুড়ে বিজয় মিছিল নিষিদ্ধ করলো নির্বাচন কমিশন

Date:

Share post:

দেশজুড়ে ভয়ঙ্কর আকার নিয়েছে সংক্রমণ৷ ক্রমশই উর্ধ্বমুখী হচ্ছে মৃত্যুহার৷

এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন (ECI) ভোট গণনার দিন যাবতীয় বিজয় মিছিল নিষিদ্ধ ঘোষণা করলো৷ নির্বাচনের ফল প্রকাশের পর ছোট-বড় কোনও ধরনের বিজয় মিছিল করা যাবে না। মঙ্গলবার কমিশন সূত্রে এই খবর জানানো হয়েছে।রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মাদ্রাজ হাইকোর্টের (Madras Highcourt) ধমকের পর নিজেদের ‘সক্রিয়’ দেখাতেই এই পদক্ষেপ কমিশনের৷

একইসঙ্গে কমিশন এদিনই জানিয়েছে, গণনা কেন্দ্রে উপস্থিত থাকতে হলে ২ মে-র আগে RT-PCR টেস্ট বা করোনা পরীক্ষা করাতে হবে এজেন্ট এবং প্রার্থীদের। এই পরীক্ষার রিপোর্ট দেখিয়েই ঢুকতে হবে গণনা-কেন্দ্রে৷

প্রসঙ্গত, সংক্রমণের এই মারমুখী চেহারার জন্য নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ সোমবার এক মামলার পর্যবেক্ষণে তিনি বলেন, গত কয়েক মাস ধরে কোভিড প্রোটোকল অমান্য করে চালিয়ে যাওয়া ভোট প্রচার বন্ধ না-করে, নির্বাচন কমিশন দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠানের মতো কাজ করেছে। এ জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত।একইসঙ্গে প্রধান বিচারপতি প্রয়োজনে ভোটগণনা বন্ধ করে দেওয়া হবে বলেও কমিশনকে সতর্ক করেন৷ নির্বাচন কমিশনকে নিশানা করে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, “কোভিড প্রোটোকল মেনে চলার জন্য আদালতের নির্দেশ থাকলেও রাজনৈতিক দলগুলি যখন তা না-মেনেই প্রচার চালিয়েছেন, তখন আপনারা কোনও পদক্ষেপ করেননি। সাংবিধানিক এক কর্তৃপক্ষকে এ ভাবে বিষয়টি মনে করিয়ে দিতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক”৷
কীভাবে কোভিড প্রোটোকল মেনে চলা হবে, তা নিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হবে, কমিশনের কাছে জানতে চায় আদালত৷

আর নজিরবিহীন ওই ভর্ৎসনার পরই এদিন কমিশনের এই কড়া ঘোষণা।

Advt

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...