করোনা আটকাতে বাংলা সীমান্তে বাঁশের বেড়া দিচ্ছে ওড়িশা সরকার!

করোনা (corona) আটকাতে যাতায়াতের পথে বাঁশের বেড়া (fencing)। বাংলা (bengal) সীমান্তের গ্রামীণ এলাকাগুলোয় ওড়িশা (orissa) সরকারের পক্ষ থেকে বেড়া লাগানোর অভিযোগ উঠল। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বক্তব্য, সম্ভবত সংক্রমণের ভয়েই বাংলার সীমান্তবর্তী গ্রামগুলি থেকে মানুষজনের যাতায়াত ঠেকাতে এই কাজ করছে ওরা। তবে এধরনের কাজ জানিয়ে করলেই ভাল হত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সড়ক খোলা। সেখান দিয়ে যাতায়াতের সমস্যা নেই। গ্রামীণ রাস্তাগুলো দিয়ে যাতায়াত বন্ধ করতেই এই পদক্ষেপ করছে ওড়িশা।

পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার সোনাকোনিয়া, বাইপাটনা, মতিবেড়ুয়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওড়িশার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তার জেরে দুই রাজ্যের বাসিন্দারাই অসুবিধায় পড়েছেন। পশ্চিম মেদিনীপুরের ওই সব এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওড়িশার স্থানীয় প্রশাসনই বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। যার ফলে যানবাহন তো বটেই, হেঁটেও ওই বেড়া পারাপার করা যাচ্ছে না। আগে ওড়িশার অনেকেই সোনাকোনিয়া এলাকায় বাজার করতে আসতেন। বেড়া থাকায় অসুবিধায় পড়েছেন তাঁরাও। না জানিয়ে ওড়িশা প্রশাসনের এই ভূমিকায় ক্ষুব্ধ বাংলাও।

আরও পড়ুন- দুনিয়া কা সবচেয়ে বড়া: প্রচার আর বাস্তবের ফারাক নিয়ে কটাক্ষ পিকের

Advt

Previous articleদুনিয়া কা সবচেয়ে বড়া: প্রচার আর বাস্তবের ফারাক নিয়ে কটাক্ষ পিকের
Next articleসিএবি ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ডিভিশন লিগ চ‍্যাম্পিয়ন মোহনবাগান, দুরন্ত ব‍্যাটিং অভিমন‍্যু ঈশ্বরনের