বুধবার আইপিএলের( ipl) ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ( sunrisers hyderabad ) হারাল চেন্নাই সুপার কিংস(chennai super kings)। এদিনের ম্যাচে ওয়ার্নারের হায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ধোনির সিএসকে। সিএসকের দুরন্ত ব্যাটিং রুতুরাজ এবং ডুপ্লেসির।
ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে তিন উইকেট হারিয়ে ১৭১ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে দুরন্ত ব্যাটিং অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মনিশ পান্ডের। ৫৭ রান করেন ডেভিড ওয়ার্নার। ৬১ রান করেন মনিশ পান্ডে। ২৬ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। চেন্নাইয়ের হয়ে দুটি উইকেট নেন লুঙ্গি এনগিডি। একটি উইকেট নেন সাম কুরান।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় চেন্নাই। চেন্নাইকে জয়ের দোরগোড়ায় নিয়ে যান সিএসকের ওপেনার জুটি রুতুরাজ এবং ডুপ্লেসি। ৭৫ রান করেন রুতুরাজ। ৫৬ রান করেন ডুপ্লেসি। হায়দরাবাদের হয়ে তিন উইকেট নেন রশিদ খান।
আরও পড়ুন:আরও কঠিন হতে চলেছে আইপিএলের জৈব সুরক্ষা বলয়, জানাল বিসিসিআই