Wednesday, August 27, 2025

বিনামূল্যে করোনার ওষুধ বিলি করতে গিয়ে বিপাকে গৌতম গম্ভীর, মামলা গড়াল আদালতে

Date:

পূর্ব দিল্লির বাসিন্দাদের বিনামূল্যে করোনার ওষুধ করোনার ওষুধ বিলি করতে গিয়ে বেজায় বিপাকে পড়লেন বিজেপি সাংসদ ও প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। জানা গিয়েছে গৌতম বাসিন্দাদের মধ্যে ফ্যাবিফ্লু বিলি করছিলেন। আর এই কাজের জন্য শুধু বিরোধীদের সমালোচনাই নয়, আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হলো গৌতমকে।

গত ২১ এপ্রিল গৌতম নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন,“পূর্ব দিল্লিতে বসবাসকারী যাঁদের ফ্যাবিফ্লুর প্রয়োজন, তাঁরা আমার সাংসদ দফতরে (২, জাগ্রীতি এনক্লেভ) এসে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে বিনামূল্যে সংগ্রহ করতে পারেন। সঙ্গে প্রমাণপত্র হিসেবে প্রেসক্রিপশন ও নিজের আধার কার্ড আনবেন।”

এরপরই বিতর্ক তৈরি হয়। কংগ্রেস সহ একাধিক বিরোধী দল অভিযোগ করে, রাজনৈতিক অভিসন্ধি চরিতার্থ করতেই বিজেপি নেতারা নিজেদের কাছে ওষুধ মজুত করে রাখছেন। এরফলে বাজারে সঙ্কট তৈরি হচ্ছে এবং বিজেপি সাংসদ কালোবাজারি করছেন। এমনকী গৌতম গম্ভীরের গ্রেফতারির দাবিও তোলা হয়। গৌতম গম্ভীর অবশ্য জানিয়েছেন, তিনি  কোনও     অন্যায় করেননি। ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নগদ টাকা দিয়ে কয়েকশো স্ট্রিপ কিনে বিনামূল্যে বিতরণ করেছেন। এটা কখনোই কালোবাজারি নয়। এদিকে গত সপ্তাহে দিল্লির করোনা পরিস্থিতি নিয়ে দিল্লি হাইকোর্টে শুনানি চলাকালীন গৌতম গম্ভীরের প্রসঙ্গটি উত্থাপন করা হয়।  এই বিষয়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের তরফে বলা হয়, “এগুলি কি প্রেসক্রিপশনের ওষুধ নয়? কীভাবে কেউ এত সংখ্যক ওষুধ নিজের কাছে মজুত করে রাখতে পারে? যদি না তাঁর কাছে ওষুধ কেনা-বেচার লাইসেন্স থাকে?  শুনানির শেষে আদালত জানিয়েছে, রিপোর্ট জমা পড়ার পর এই কাজ বন্ধ হবে বলে আশা করা হয়েছিল, কিন্তু তা এখনও চলছে। এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজl

Related articles

ক্যালকাটা কাস্টমসের কাছে হার, সুপার সিক্সের পথ কঠিন করে ফেলল মোহনবাগান

কলকাতা লিগে(CFL) সুপার সিক্সের পথ আরও কঠিন করে ফেলল মোহনবাগান(Mohun Bagan)। বিএসএসের কাছে জয়ের পর ক্যালকাটা কাস্টমসের(Calcutta Customs...

দেশ-বিদেশের মানচিত্রে পর্যটনে উজ্জ্বল বাংলা! সামনে বড় লক্ষ্য: ইন্দ্রনীল সেন 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে থাকতে...

পণের জন্য অত্যাচার! মৃতা ননদ নিকিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মীণাক্ষির

গ্রেটার নয়ডায় নিকি ভাটি হত্যাকাণ্ড (Nikki Bhati Murder Case) নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। জানা গিয়েছে, পণের দাবি...

মিশন ২০৩০ কমনওয়েলথ গেমস, বিড করতে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার

মিশন ২০৩৬ অলিম্পিক। তার আগে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস (2030 Commonwealth Games) আয়োজন করার পরিকল্পনা নিয়েছে আইওএ (IOA)।...
Exit mobile version