Friday, August 22, 2025

দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছুঁইছুঁই, ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ হাজার ২৯৩ জনের

Date:

গত দু’দিনে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ না পেরোলেও একদিনে সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। দেশে করোনা-চিকিৎসার অভাবে মারা যাওয়ার সংখ্যাটাও নজরে পড়ার মতো। একে করোনায় রক্ষা নেই, অক্সিজেনের আকাল দোসর। হাসপাতালগুলিতে শয্যার অভাব। একটি বেডে আবার একাধিক করোনা রোগী।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। এতদিনের সমস্ত রেকর্ড ভেঙেছে আজকের করোনায় আক্রান্ত মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৯৩ জনের। হুহু করে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এই মূহুর্তে ২৯ লক্ষ ৭৮ হাজার ৭০৯ জন সক্রিয় রোগী রয়েছে। এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৭৯,৯৭,২৬৭। যার মধ্যে সুস্থ হয়েছেন, ১,৪৮,১৭,৩৭১। এখনও পর্যন্ত করোনায় আক্রন্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ০১ হাজার ১৮৭ জনের। দেশে এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন নিয়েছেন ১৪,৭৮, ২৭, ৩৬৭ জন।

আরও পড়ুন-করোনা মৃত্যুসংখ্যায় কারচুপি, ভারুচে ৪৮ জনের মৃত্যুকে ৮ বলে চালাল গুজরাট সরকার!

অন্যদিকে পশ্চিমবঙ্গে এই প্রথম ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৪০৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ৭৩ জনের। কলকাতায় নতুন করে আক্রান্তের সংখ্যা ফের ৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬১৫। গত ২৪ ঘণ্টায় যে ৭৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে কলকাতার বাসিন্দা ২৪ জন। এ ছাড়া, ওই সময়ের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় ১৩ জন মারা গিয়েছেন। হাওড়ায় ৮, দক্ষিণ ২৪ পরগনায় ৬, জলপাইগুড়ি, মালদহ এবং হুগলিতে ৪ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। অন্য দিকে, দক্ষিণ দিনাজপুর, বীরভূম এবং পুরুলিয়ায় ২ জন করে মারা গিয়েছেন। দার্জিলিং, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় ১ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। রাজ্যে এই পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৭৬ হাজার ৩৪৫ জন। মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৮২।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version