মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের ( delhi capitals)বিরুদ্ধে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর( rcb)। ঋষভের( rishav panth) দলের বিরুদ্ধে মাত্র ১ রানে জয় পায় বিরাট কোহলির ( virat kohli)দল। তবে এই জয় পেয়ে দলের পারফম্যান্সকেই তুলে ধরলেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি।
এদিন সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন,” একটা সময় মনে হয়েছিল যে হেরেই যাব। তবে মহম্মদ সিরাজ যে ভাবে ওভারটা শুরু করল, তাতে আত্মবিশ্বাস ফিরে পেলাম আমরা। শেষ বলে গিয়ে জয় এনে দিয়েছে ও। ম্যাক্সওয়েল, ডিভিলিয়ার্স, রজত পতিদাররা দারুণ খেলেছে। ওদের জন্য এই জয় পেয়েছি আমরা।”
একটা সময় ঋষভ পন্থ এবং হিটম্যায়ারের যেভাবে ব্যাট চালাতে শুরু করে, তাতে আপামোর ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিল জয় পাবেই ঋষভের দিল্লি। কিন্তু হর্শল প্যাটেল, মহম্মদ সিরাজের বোলিং অবশেষে জয় এনে দেয় আরসিবিকে। তাই এই জয়ের পর বোলারদের আলাদা করে প্রশংসা করেন আরসিবি অধিনায়ক।
বিরাট বলেন,” বোলারদের জন্যই এই পিচে ম্যাচে ছিলাম। মাঠে শিশির ছিল না। বল শুকনো ছিল। অধিনায়ক হিসেবে আমি বিভিন্ন সময় বিভিন্ন বোলারের ওপর ভরসা করতে পারি। আগে শুধু
ব্যাটিং আমাদের শক্তি ছিল, এখন বোলিংও আমাদের শক্তি।”
আরও পড়ুন-ব্রেকফাস্ট নিউজ