অক্সিজেনের অভাব মেটাতে এগিয়ে এল শ্রী সিমেন্ট

করোনা( Corona) যুদ্ধে এবার এগিয়ে এল শ্রী সিমেন্ট(sree cement ) কোম্পানি । ইতিমধ্যেই দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এই অবস্থায় অক্সিজেনের অভাব দেখা দিয়েছে ভারতবর্ষে। এবার বিনামুল্যে সিলিন্ডারে অক্সিজেন ভরে দেওয়ার কাজ শুরু করল শ্রী সিমেন্ট কোম্পানি। এছাড়াও  দেশের বিভিন্ন হাসপাতাল  অক্সিজেন পৌঁছে দিচ্ছে এই  তারা। মঙ্গলবার টুইটারে এই খবর প্রকাশ করে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল।

এদিন ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থা, শ্রী সিমেন্টের তরফ থেকে বিবৃতি বলা হয় যে, “অক্সিজেনের ঘাটতি মেটাতে গোটা ভারতের বিভিন্ন হাসপাতালে আমরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছি। রাজস্থান, কর্নাটক, বিহার, ওড়িশা কারখানাগুলিতে এই অক্সিজেন তৈরি করা হচ্ছে। এছাড়াও বিনামূল্যে খালি সিলিন্ডারে অক্সিজেন ভরে দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন:কেন সরে গেলেন আইপিএল থেকে অ‍্যাডাম জাম্পা? কী বললেন তিনি?

Advt

Previous articleফের মুখ পুড়ল পাকিস্তানের, চকলেট চুরি করলেন পাক দূতাবাসের দুই কূটনীতিক!
Next articleভোট অষ্টমীতে তৃণমূল কর্মীদের জন্য দলের বার্তা, চালু বিশেষ হেল্প লাইন 7076129955