Friday, January 9, 2026

কোনও ক্ষোভ নয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন উপেন বিশ্বাস

Date:

Share post:

নির্বাচনের আগে রাজ্যে শুরু হয়েছিল দলবদলের হিড়িক। সে ধারা অবশ্য এখন থেমে গিয়েছে। এরই মাঝে শেষ দফার নির্বাচনের আগের দিন তৃণমূল থেকে পদত্যাগ করলেন তৃণমূলের(TMC) দীর্ঘদিনের সঙ্গী রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা(CBI officer) উপেন্দ্রনাথ বিশ্বাস(Upendranath Biswas)। বুধবার সকালে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর(Subrata Bakshi) কাছে ইমেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। পাশাপাশি এটাও জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণেই দল থেকে ইস্তফা তাঁর।

সেই ২০১১ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন উপেন বিশ্বাস। উত্তর ২৪ পরগনার বাগদা থেকে তৃণমূলের টিকিটে বিকায়ক হন তিনি। ২০১১ সালে তাঁকে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের গুরুত্বপূর্ণ পদে। প্রাক্তন গোয়েন্দাপ্রধান হওয়ার সুবাদে সিবিআই সংক্রান্ত মামলায় দলকে পরামর্শ দিতেন তিনি। তবে ২০১৬ সালে নির্বাচনে হারার পর থেকে দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর। রাজনীতি থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেন তিনি। অবশেষে বুধবার সকালে কোর কমিটির সদস্য পদের পাশাপাশি দলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়ে দিলেন তিনি।

আরও পড়ুন:ফের মুখ পুড়ল পাকিস্তানের, চকলেট চুরি করলেন পাক দূতাবাসের দুই কূটনীতিক!

এদিকে শেষ দফার নির্বাচনের আগে হঠাৎ এই ইস্তফাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক গুঞ্জন শুরু হলেও উপেন বাবু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কারণেই দল থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তার কথায়, “দলের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে দল ছেড়েছি। এখন আমি নিজের মতো সময় কাটাতে চাই। আর মমতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। ওঁকে আমি স্নেহ করি।” উল্লেখ্য, একটা সময় উপেন বিশ্বাস সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর পদে ছিলেন। পশুখাদ্য কেলেঙ্কারিতে বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র এবং লালুপ্রসাদ যাদবকে জেলে পাঠানোর নেপথ্যে বড় ভূমিকা ছিল তাঁর।

Advt

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...