Tuesday, August 26, 2025

দীর্ঘ সাত দফা শেষ করে আজ, বৃহস্পতিবার অষ্টম দফার ভোট পর্ব। ৪ টি জেলার মোট ৩৫টি আসনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে। অষ্টম দফার মধ্যে রয়েছে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত জেলা বীরভূম। গেরুয়া শিবির ও শাসক দলের মধ্যে জোর টক্কর হতে চলেছে অনুব্রত মণ্ডলের জেলায়। বীরভূম ও উত্তর কলকাতা ছাড়া ভোটগ্রহণ হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদে। আর এই দুই জেলায় সংযুক্ত মোর্চা লড়াইয়ে থাকায় তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে অষ্টম দফা।

অষ্টম দফায় বীরভূমের ১১, মালদহের ১২টির মধ্যে ৬, মুর্শিদাবাদ জেলার ২২টির মধ্যে ১১ ও কলকাতার ১১টির মধ্যে ৭ আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার। এবারের নির্বাচন (West Bengal Assembly Election 2021)-কে কার্যত কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ঘিরে রাখল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ৪টি জেলার ৩৫ আসনে মোট ভোটার ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫। এর মধ্যে ৪৩ লক্ষ ৭০ হাজার ৬৯৩ জন পুরুষ ও ৪১ লক্ষ ২২ হাজার ৪০৩ জন মহিলা। অষ্টম দফার নির্বাচনে রয়েছে বেশ কিছু সংবেদনশীল বুথ। এই দফায় মোট বুথের সংখ্যা ১১,৮৬০। মালদহে ২০৭৩ টি বুথের মধ্যে ১১২৮টি সংবেদনশীল। মুর্শিদাবাদে ৩৭৯৬টির মধ্যে ১৮২৫ বুথ স্পর্শকাতর। বীরভূমে মোট বুথের সংখ্যা ৩৯০৮। তার মধ্যে অতিসংবেদনশীল বুথ ১ হাজার ৬০০। কলকাতা উত্তরে রয়েছে ২০৮৩ টি বুথ। অতিসংবেদনশীল ৮৮০টি। অশান্তি এড়াতে এই সব বুথে রয়েছে ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত। নির্বাচন কমিশন সূত্রের খবর, মালদহের ১১২০, মুর্শিদাবাদের ১৬০০, বীরভূমের ১৮২৫ ও উত্তর কলকাতার ১০২০টি বুথে থাকছে ওয়েবকাস্টিং। এই দফায় ৩৫টি আসনের জন্য মোতায়েন থাকছে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথের পাহারায় থাকবে ৬৪১ কোম্পানি। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। কমিশন মনে করছে, ওই দুই জেলায় গন্ডগোলের আশঙ্কা রয়েছে। সে কারণে অতিরিক্ত বাহিনী।

প্রসঙ্গত, রাজ্যে এবারের ভোটে ব্যবহার করা হয়েছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই শেষ দফা নির্বাচনে ব্যবহার করা হবে। বাকি ৩১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছিল বাংলায়৷ তারপর দফায় দফায় তা বাড়তে-বাড়তে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে পৌঁছায়।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version