Tuesday, August 26, 2025

দীর্ঘ সাত দফা শেষ করে আজ, বৃহস্পতিবার অষ্টম দফার ভোট পর্ব। ৪ টি জেলার মোট ৩৫টি আসনে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে। অষ্টম দফার মধ্যে রয়েছে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত জেলা বীরভূম। গেরুয়া শিবির ও শাসক দলের মধ্যে জোর টক্কর হতে চলেছে অনুব্রত মণ্ডলের জেলায়। বীরভূম ও উত্তর কলকাতা ছাড়া ভোটগ্রহণ হচ্ছে মালদহ ও মুর্শিদাবাদে। আর এই দুই জেলায় সংযুক্ত মোর্চা লড়াইয়ে থাকায় তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে অষ্টম দফা।

অষ্টম দফায় বীরভূমের ১১, মালদহের ১২টির মধ্যে ৬, মুর্শিদাবাদ জেলার ২২টির মধ্যে ১১ ও কলকাতার ১১টির মধ্যে ৭ আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার। এবারের নির্বাচন (West Bengal Assembly Election 2021)-কে কার্যত কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে ঘিরে রাখল নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার ৪টি জেলার ৩৫ আসনে মোট ভোটার ৮৪ লক্ষ ৯৩ হাজার ২৫৫। এর মধ্যে ৪৩ লক্ষ ৭০ হাজার ৬৯৩ জন পুরুষ ও ৪১ লক্ষ ২২ হাজার ৪০৩ জন মহিলা। অষ্টম দফার নির্বাচনে রয়েছে বেশ কিছু সংবেদনশীল বুথ। এই দফায় মোট বুথের সংখ্যা ১১,৮৬০। মালদহে ২০৭৩ টি বুথের মধ্যে ১১২৮টি সংবেদনশীল। মুর্শিদাবাদে ৩৭৯৬টির মধ্যে ১৮২৫ বুথ স্পর্শকাতর। বীরভূমে মোট বুথের সংখ্যা ৩৯০৮। তার মধ্যে অতিসংবেদনশীল বুথ ১ হাজার ৬০০। কলকাতা উত্তরে রয়েছে ২০৮৩ টি বুথ। অতিসংবেদনশীল ৮৮০টি। অশান্তি এড়াতে এই সব বুথে রয়েছে ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত। নির্বাচন কমিশন সূত্রের খবর, মালদহের ১১২০, মুর্শিদাবাদের ১৬০০, বীরভূমের ১৮২৫ ও উত্তর কলকাতার ১০২০টি বুথে থাকছে ওয়েবকাস্টিং। এই দফায় ৩৫টি আসনের জন্য মোতায়েন থাকছে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথের পাহারায় থাকবে ৬৪১ কোম্পানি। সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে। কমিশন মনে করছে, ওই দুই জেলায় গন্ডগোলের আশঙ্কা রয়েছে। সে কারণে অতিরিক্ত বাহিনী।

প্রসঙ্গত, রাজ্যে এবারের ভোটে ব্যবহার করা হয়েছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ৭৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই শেষ দফা নির্বাচনে ব্যবহার করা হবে। বাকি ৩১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রাথমিকভাবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছিল বাংলায়৷ তারপর দফায় দফায় তা বাড়তে-বাড়তে ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে পৌঁছায়।

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version