Monday, November 3, 2025

ইলামবাজারে বিক্ষোভের মুখে বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ, কলকাতায় কল্যাণ, মীনাদেবীর গাড়ি লক্ষ্য করে ‘বাজি’

Date:

সকাল থেকেই উত্তপ্ত বীরভূমের ইলামবাজার এলাকা। বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়ে আক্রমণের মুখে পড়লেন বোলপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। জায়গায় জায়গায় বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ, প্রচুর তৃণমূল কর্মী লাঠি, বাঁশ নিয়ে তাড়া করেন তাঁকে। তাঁর গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বিজেপি-র দাবি, কোনও মতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন দলীয় প্রার্থী। পাল্টা তৃণমূলের তরফে জানানো হয়, অনির্বাণই অশান্তিতে প্ররোচনা দেন। বিজেপির হামলায় তৃণমূলের ৪ কর্মী আহত হয়েছেন বলেও দাবি শাসক শিবিরের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। সবমিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় বোলপুর।

অন্যদিকে, মানিকতলার বুথে ব্যাপক উত্তেজনা। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। চলে গো ব্যাক স্লোগান। চৌবেকে ‘হেনস্থা’র অভিযোগও উঠেছে। অভিযোগ, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে ধাক্কা দেওয়া হয়, চলে হাতাহাতি। চৌবে হাতে চোট পেয়েছেন বলে জানান। বিজেপির অভিযোগের তির তৃণমূলের দিকে। তৃণমূল দাবি করেছে, সেখানে ঝামেলা করতে এসেছেন বিজেপি প্রার্থী। কল্যাণ চৌবে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, এখানে ভোটগ্রহণ প্রক্রিয়া মন্থর করে দিয়েছে। অন্যদিকে, তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে নিগ্রহ করেছে বিজেপির লোকজন। তৃণমূল প্রার্থী সাধন পান্ডের অভিযোগ, তৃণমূলের মহিলা কাউন্সিলরকে মারধর করা হয়েছে। কল্যাণ চৌবে ভোটারদের প্রভাবিত করছেন, অভিযোগ তৃণমূলের। কল্যাণ চৌবের গুরুতর অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি প্রাণহানির আশঙ্কা করছেন।

আরও পড়ুন-ভোটের মধ্যেই তারাপীঠে পুজো দিলেন সিআরপিএফ আধিকারিক, ঘটনার রিপোর্ট তলব কমিশনের

পাশাপাশি, কলকাতায় মহাজাতি সদনের সামনে ‘বোমা’র ঘটনায় জোড়াসাঁকো কেন্দ্রের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করেই বোমা ছোঁড়া হয়েছে। তাঁকে খুনের পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। এলাকাবাসীকে আতঙ্কিত করতে একাজ করেছে তারা। তবে প্রাথমিক তদন্তের পর মুখ্য নির্বাচন কমিশনের দফতরের তরফে জানানো হয়েছে, বোমা নয় নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়ে থাকতে পারে। একাজ যারা করেছে তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তাদের ধরতে চলছে তল্লাশি।

Related articles

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...

তালিকায় নাম নেই! এসআইআর আতঙ্কে’ ডানকুনিতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

এসআইআর(SIR) আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। আগরপাড়া, ইলামবাজার, বারাকপুর, পূর্ব বর্ধমানের পর এবার হুগলির ডানকুনিতে আত্মঘাতী হলেন এক মহিলা।...

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের নদিয়াতে ইডি হানা

ভুয়ো পাসপোর্ট কাণ্ডে ফের সক্রিয় ইডি (Enforcement Directorate)! সোমবার সকালে নদিয়ার চাকদহের পড়ারি গ্রামে হানা দেন তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদের...
Exit mobile version