Friday, August 22, 2025

সবাই টিকা নিতে আগ্রহী, তাই টান পড়ছে ভাঁড়ারে, তবে আশ্বস্ত করল নবান্ন

Date:

Share post:

সপ্তাহ খানেক আগেও এত মানুষ টিকা নিতে আগ্রহ দেখাননি। কিন্তু গত দুদিনে রেকর্ড সংখ্যক মানুষ ভ্যাকসিন নিতে ভিড় জমিয়েছেন টিকাকরণ কেন্দ্রগুলিতে। ফলে সমস্যা বাড়ছে। টান পড়ছে ভ্যাকসিনের ভাঁড়ারে। যদিও নবান্ন থেকে আশ্বস্ত করা হয়েছে প্রত্যেকেই বিনামূল্যে টিকা পাবেন। এ নিয়ে ভীত বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, এক মাস আগেও ভ্যাকসিন নেওয়ার জন্য বিশেষ আগ্রহ দেখাননি কেউ। মাত্র দু – সপ্তাহ আগেই দৈনিক ২৫ হাজার মানুষ টিকা নিচ্ছিলেন। সেখানে গতকাল ভ্যাকসিন নিয়েছেন ৪৪ হাজার মানুষ। আজ হয়তো এই সংখ্যাটা আরো বাড়তে পারে। আর এই কারণেই ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। তবে আশার কথা কোভ্যাক্সিন (Covaxin) এবং কোভিশিল্ড (Covishield) দুটি প্রতিষেধকই কিনে নিয়ে বিনামূল্যে দিতে চলেছে রাজ্য সরকার। এমনই আশ্বাস বাণী শুনিয়েছে নবান্ন।

পাশাপাশি কেন্দ্র প্রয়োজন অনুযায়ী করোনা ভ্যাকসিন পাঠাচ্ছে না বলে অভিযোগ নবান্নর। ফলে যাবতীয় দায় নিতে হচ্ছে রাজ্যকেই। স্বাস্থ্য ভবন সূত্রে জানানো হয়েছে কোভ্যাক্সিন(Covaxin) ও কোভিশিল্ড (Covishield) যারা যে টিকা নিতে চাইবেন সেটাই পাবেন। বেসরকারি হাসপাতালে যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ বিনামূল্যে দেওয়া হবে। জায়গা ঠিক করে দেবে রাজ্য। তবে বেসরকারি হাসপাতালে গেলে সার্ভিস ট্যাক্স দিতে হবে। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে চিঠি দিয়ে রাজ্য সরকার কয়েক কোটি ভ্যাকসিনের ডোজ চাইবে বলে খবর। ওই ভ্যাকসিন বণ্টন করা হবে সরকারি ও বেসরকারি হাসপাতালে। সরকারি হাসপাতালগুলিতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলেই ভ্যাকসিন পাবেন ফ্রি-তে।

Advt

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...