শেষ দফায় কোভিড প্রোটোকল মেনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আর্জি মোদি-শাহের

ভোট-অষ্টমীর সকালে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড প্রোটোকল মেনে সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দেন তিনি। আজ বৃহস্পতিবার সকাল ৭ টা ২২ মিনিটে ভোটদানের বার্তা দেন তিনি। এর আগের সাত দফাতেও প্রধানমন্ত্রী টুইটে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের বার্তা দিয়েছেন। অষ্টম দফার শুরুর আগেও তার অন্যথা হয়নি। তবে এদিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সঙ্গে সঙ্গে কোভিড সুরক্ষা মেনে চলার বার্তা দেন মোদি।

অন্যদিকে শেষ দফায় টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি তাঁর বার্তায় লেখেন ,’ আজ বাংলায় অষ্টম দফার অর্থাৎ অন্তিম পর্বের নির্বাচন।আমি এই পর্বের সকল ভোটারদের কাছে আবেদন জানাচ্ছি যে পূর্বের সাত দফা নির্বাচনের মতোই আপনারও বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে উৎসাহের সাথে অধিক সংখ্যায় ভোট দান করুন।‘

Advt

Previous articleকরোনায় প্রয়াত তেহট্টের বিদায়ী বিধায়ক গৌরীশঙ্কর দত্ত
Next articleসবাই টিকা নিতে আগ্রহী, তাই টান পড়ছে ভাঁড়ারে, তবে আশ্বস্ত করল নবান্ন