Monday, August 25, 2025

মাটিতে ফেলে বেধড়ক মার- পাথরবৃষ্টি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তেজনা বেলেঘাটায়

Date:

বাংলায় চলছে নবান্ন দখলের লড়াই। মিটিং-মিছিল-সভা করতে দিল্লি থেকে ছুটে এসেছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। বাংলাকে পাখির চোখ করে করোনা পরিস্থিতির মধ্যেও আট দফার নির্বাচনের ঘোষণা করেছে কমিশনে। শান্তিপূর্ণ ভোট করাতেই এই আট দফা বলে সাফাই দিয়েছিল কমিশন। কিন্তু না, তাতেও শেষরক্ষা হয়নি। নির্বাচনের শেষ দিনেও রণক্ষেত্রের চেহারা নিল বেলঘাটা। এদিন রাজবল্লভপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ বাঁধে। বচসা এমন পর্যায়ে পৌঁছয়, যে বাঁশ-লাঠি-হকি স্টিক দিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়। চলে পাথরবৃষ্টি। দু’তরফে বেশ কয়েকজন আহত হয়। বিজেপি কর্মীদের অভিযোগ, ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। দু’পক্ষ থেকে বোতল ও পাথর ছোড়াছুড়ি শুরু হয়। ফলে রণক্ষেত্রের চেহারা নেয় বেলেঘাটা এলাকা। ঘটনার সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে তাতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে।
পুলিশ সূত্রে জানা গেছে, কর্মীদের বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধার অভিযোগ পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। মাটিতে ফেলে দু’দলের মধ্যে ব্যাপক মারধর হয়। এমনকি ঘটনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখান থেকে জমায়েত তুলে দেয় পুলিশ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version