পুলিশ সূত্রে জানা গেছে, কর্মীদের বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধার অভিযোগ পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। মাটিতে ফেলে দু’দলের মধ্যে ব্যাপক মারধর হয়। এমনকি ঘটনা নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সেখান থেকে জমায়েত তুলে দেয় পুলিশ।