বেলাগাম সংক্রমণ, ৩১ শে মে পর্যন্ত বাতিল আন্তর্জাতিক উড়ান

দেশে বেলাগাম করোনার সংক্রমণ জেরে ৩১ মে পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধের নির্দেশ দিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। তবে বন্দে ভারত মিশনের মাধ্যমে বিশেষ আন্তর্জাতিক বাবল তৈরি করে এর আগে যে সব বিমানকে পরিষেবা চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছিল সেগুলি চালু থাকছে বলে জানিয়েছে তারা। করোনা সংক্রমণের রাশ টানতেই এই ইদ্ধান্ত বলে জানিয়েছে ডিজিসিএ।
করোনার প্রাথমিক পর্বেও লকডাউনের সময় থেকে আন্তর্জাতিক বিমানের ওঠা-নামায় নিষেধাজ্ঞা জারি করেছিল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। শুক্রবার টুইটারে এ বিষয় একটি বিবৃতি প্রকাশ করে তারা বলে, এই নিষেধাজ্ঞার মেয়াদ ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক কার্গো বিমানের ক্ষেত্রে কার্যকর হবে না। ডিজিসিএ-র বিশেষ অনুমোদিত আন্তর্জাতিক উড়ানেও ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে না বলে জানা গিয়েছে।

Advt

Previous articleপৃথ্বীর খেলায় মুগ্ধ সেহবাগ
Next articleঅতিমারি নিয়ে নেট মাধ্যমে কণ্ঠরোধ করা যাবে না,নির্দেশ সুপ্রিম কোর্টের