Sunday, August 24, 2025

বুথফেরত সমীক্ষার (exit poll) ফল মানতে রাজি নয় বাংলার যুযুধান দুপক্ষের কেউই। তৃণমূলের মন্ত্রী তাপস রায়ের ব্যাখ্যা, কোনও হাড্ডাহাড্ডি লড়াই নয়, স্পষ্ট জনমত আমাদের দিকেই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। অন্যদিকে, বাকি সব বিষয়ে মতভেদ থাকলেও নির্বাচনী সমীক্ষার ফল নিয়ে একই অনাস্থার সুর বিজেপির গলাতেও। রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর ব্যাখ্যা, এত কম নমুনার ভিত্তিতে করা সমীক্ষার ফল কখনোই গোটা রাজ্যের জনমতের প্রতিফলন হতে পারে না। একধাপ এগিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, এক্সিট পোল নয়, আমরা এক্স্যাক্ট পোলের উপর ভরসা রাখছি, আমরাই সরকার গড়তে চলেছি।

আরও পড়ুন-Special : মমতা মুখ্যমন্ত্রী, মুকুল বিরোধী দলনেতা; আসল বিজেপি কী করবে?

মজার বিষয় হল, যুযুধান দুই শিবিরই যখন বুথ ফেরত সমীক্ষার ফলে গুরুত্ব দিতে নারাজ, তখন সমীক্ষক দলগুলির নিজেদের মধ্যেও কিন্তু সমীক্ষা নিয়ে আস্থার অভাব স্পষ্ট। অর্থাৎ যা দেখানো হচ্ছে তা হতেও পারে, আবার নাও হতে পারে! সমীক্ষকরা নিজেরাই আগে থেকে বলে দিচ্ছেন সমীক্ষার ফল মিলতেও পারে, নাও মিলতে পারে। সম্ভবত, ২০১৫-র বিহার বিধানসভা নির্বাচনের পর থেকে বা তারও আগে ২০০৪ সালের লোকসভা ভোটে প্রায় সর্বতোভাবে ভুল প্রমাণ হওয়া সমীক্ষার ফলের দৃষ্টান্ত সামনে থাকাতেই বিধিবদ্ধ সতর্কীকরণের মোড়কে এই স্বীকারোক্তি। অনেকটা যেন গুরুগম্ভীর নির্বাচন ও ফলপ্রকাশের টেনশনের মধ্যবর্তী সময়ে স্বল্পমেয়াদি কমিক রিলিফের মত। গতকাল বুথ ফেরত সমীক্ষায় তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই দেখানোর সময় প্রতিটি চ্যানেলেই বলা হয়েছে, বাংলার ভোটারদের প্রবণতা ও ইতিহাস সাধারণভাবে ত্রিশঙ্কু বিধানসভা গঠনের বিরুদ্ধে। অথচ এই ব্যাখ্যা দিয়েই আবার বলা হচ্ছে, ত্রিশঙ্কু হতেও পারে! সবচেয়ে মজার বিষয় হল, ফলাফল দেখানোর সময় বলে দেওয়া হচ্ছে, এই ফল উল্টে গেলেও অবাক হওয়ার কিছু নেই। কারণ সমীক্ষায় অংশ নেওয়া সব ভোটার যে সত্যি কথা বলেছেন তা অজানা।

ফলে এই দুদিন যাবতীয় সমীক্ষা নিয়ে জনতার মধ্যে চর্চা হলেও কোনও দায়িত্বশীল রাজনৈতিক দল যে এই ফলাফলের ভিত্তিতে হাত গুটিয়ে বসে থাকবে না, বলাই বাহুল্য। এখন প্রস্তুতি ২ মে রেজাল্ট আউটের।

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version