Friday, August 29, 2025

ফের শিরোনামে নন্দীগ্রাম, গণনার ৪৮ ঘণ্টা আগে খোয়া গেল ফাইল, হার্ড ডিস্ক!

Date:

এবারের বিধানসভা নির্বাচনে বিতর্ক যেন পিছু ছাড়ছে না । এবার নবতম সংযোজন ভোট গণনার ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামের আমদাবাদের পঞ্চায়েত অফিসে তালা ভেঙে চুরি৷ সবচেয়ে আশ্চর্যের বিষয়, খোওয়া যায়নি কোনও টাকা-পয়সা! খোয়া গিয়েছে নথিপত্র, এমন কি কম্পিউটারের হার্ড ডিস্কও৷
রবিবার ভোট গণনায় গোটা দেশের নজর থাকবে নন্দীগ্রামে ৷ কারণ এই কেন্দ্র থেকেই ভাগ্য নির্ধারণ হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর৷
আর এই চুরির ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে৷
বিজেপি-র অভিযোগ, ভোটে হার নিশ্চিত বুঝেই গণনার ঠিক আগে এই চুরি করিয়েছে শাসক দলই৷ যাতে পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতি চাপা দেওয়া যায়৷ সেই অভিযোগ অবশ্য মানতে চাননি তৃণমূল নেতৃত্ব৷ চুরির অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

নন্দীগ্রামের বিজেপি নেতৃত্বের অভিযোগ, ‘হার নিশ্চিত বুঝে এখন দুর্নীতি ঢাকতে তৃণমূল এই পঞ্চায়েত অফিসে চুরি করিয়েছে৷ আমরা এর আগেও প্রশাসনের কাছে পঞ্চায়েতের দুর্নীতির অভিযোগ করেছি, কিন্তু কোনও কাজ হয়নি৷ এবার আমরা বিডিও-কে বলব যাতে রাতে এই অফিসগুলিতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷’
বিজেপি-র অভিযোগকে গুরুত্ব না দিয়ে তৃণমূল নেতা এবং মুখ্যমন্ত্রীর নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান বলেছেন, ‘পঞ্চায়েতে সব কাজ নিয়ম মেনে হয়৷ কাগজপত্র চুরি করে কারও কোনও লাভ হয় না৷ চুরি হয়ে থাকলে তার যথাযথ তদন্ত হবে৷ বিজেপি তো সবসময়ই মিথ্যে অভিযোগ করতেই ব্যস্ত৷’ ঘটনা যাই হোক না কেন, বলতেই হচ্ছে যত কাণ্ড নন্দীগ্রামে৷

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version