Saturday, August 23, 2025

সারা দেশের মতো এ রাজ্যেও অব্যাহত করোনার চোখরাঙানি। ফের করোনা সংক্রমণের নয়া রেকর্ড। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৩ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন।
এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ১০ হাজার ৯৯৫। মোট মৃতের সংখ্যা ১১ হাজার ২৪৮। সুস্থতার হার ৮৫.০২ শতাংশ। বর্তমানে হোম কোয়ারান্টিনে আছেন ৩৪ হাজার ৬৫৩। রাজ্যে মোট অ্যাক্টিভ কেস ১ লক্ষ ১০ হাজার ২৪১।
ঘাটতি মেটাতে বেলেঘাটা আইডিতে বসানো হল অক্সিজেনের ট্যাঙ্ক। ১৩ হাজার লিটারের এই ট্যাঙ্ক থেকে বেডে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হচ্ছে অক্সিজেন।
এমআর বাঙ্গুর, বাঙ্গুর সুপার স্পেশ্যালিটি, আইডি হাসপাতালে যেখানে দিন দশেক আগেও দৈনিক ৪০০-৫০০ ঘন মিটার অক্সিজেনের প্রয়োজন ছিল, সেখানে বর্তমানে চাহিদা ৮০০-১,১০০ ঘন মিটার হয়েছে।
পাশাপাশি, বহু করোনা আক্রান্ত রোগী বাড়িতে থেকে বা সেফ কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের চিকিৎসার জন্যও অক্সিজেন সিলিন্ডারের চাহিদা হঠাৎ অনেকটাই বেড়ে গিয়েছে।

অক্সিজেন উৎপাদনকারী সংস্থার কর্তার কথায়, রাজ্যে গত ৭-১০ দিনে মেডিক্যাল অক্সিজেনের চাহিদা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। দিল্লি, মহারাষ্ট্রের মতো না হলেও রাজ্যের করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। এই অবস্থায় আমরা গত দু’সপ্তাহ যাবৎ ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন উৎপাদন একেবারে বন্ধ করে সম্পূর্ণ ভাবে শুধুমাত্র মেডিক্যাল অক্সিজেন উৎপাদন করছি।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version