Saturday, August 23, 2025

গরমে নাকাল রাজ্যবাসী। আর এরই মধ্যে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দোসরা মে নির্বাচনের ভোটের ফলাফলের দিন থেকে টানা বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা ।  সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী সপ্তাহের সোমবার থেকে বুধবার বীরভূম, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদও কিছুটা নামতে পারে বলে আশ্বাস দিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকেরা।

পাশাপাশি আবহাওয়া দফতর অফিসার লিখিত বিবৃতিতে বলছেন,  মধ্যপ্রদেশের উপর ঘূর্ণিঝড়ের উপস্থিতিতে এ রাজ্যের মধ্যভাগে তার প্রভাব পড়বে। এছাড়াও ওই সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি প্রতি ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ৩-৫ মে কোচবিহার, আলিপুরদুয়ার-সহ রাজ্যের একাধিক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এর জেরে ওই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমবে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, মধ্যপ্রদেশের উপর ঘূর্ণিঝড়ের উপস্থিতিতে এ রাজ্যের মধ্যভাগে তার প্রভাব পড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকায় ২ মে থেকে ৬ মে এ রাজ্যে আর্দ্রতা বাড়বে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version