Thursday, August 28, 2025

আমরাই ক্ষমতায় আসব, গণনা শেষের আগে কেউ কেন্দ্র ছাড়বেন না: নির্দেশ মমতার

Date:

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাঁরাই ক্ষমতায় আসবেন। কিন্তু শেষ পর্যন্ত গণনা না হলে কেউ যেন কেন্দ্র ছেড়ে বেরিয়ে না যান।
শুক্রবার, দুপুরে দলের প্রার্থী ও এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে এই নির্দিশ দেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি বলেন, “আমরা ভাল ভাবেই সরকারে আসব। কিন্তু গণনা শেষ হওয়ার আগে কেউ গণনাকেন্দ্র ছাড়বেন না”।

তৃণমূল সুপ্রিমো বলেন, পোস্টার ব্যালট গোনার সময় হয়তো দলীয় প্রার্থীদের ফলাফল আশানুরূপ নাও হতে পারে কিন্তু মন খারাপ করলে হবে না।

কাউন্টিং নিয়ে সতর্ক থাকার নির্দেশ দেন মমতা। ভোরবেলা খাতা-পেন নিয়ে গণনা কেন্দ্রে ঢুকে যাওয়ার পরামর্শ দিয়েছে তৃণমূল নেত্রী। তিনি বলেন, “আমাদের অনেক আসন আছে যেখানে জয় নিশ্চিত। সেখানে বিজেপি (Bjp) সমস্যা করতে পারে৷ ফলে সাবধানে থাকুন। শেষ আসনের শেষ জায়গা অবধি কেন্দ্রে বসে থাকবেন। বেরিয়ে আসবেন না”।

মমতা আশাবাদী এবার উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে ভালো ফল করবে তৃণমূল। বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি বেশ কিছু আসন আছে যেখানে প্রথম দিকে পিছিয়ে থাকলেও শেষে জয় পাবে শাসক দলই। “কিন্তু প্রথমটা দেখে দুঃখ করে বেরিয়ে আসবেন না। শেষ অবধি অপেক্ষা করতে হবে”।

দলের এজেন্টদের আর যা যা নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো:

• ফর্ম ১৭ ভালো করে পড়ে তারপর গণনা শুরু করবেন।
• গণনাকেন্দ্রে কোনও ভাবেই অন্যের দেওয়া খাবার, পানীয়, সিগারেট নেবেন না।
• প্রলোভনে পা দেবেন না।
• সরাসরি যোগাযোগের জন্যে দুটি হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে, সেখানে যোগাযোগ করবেন।
• মেশিন ছেড়ে যাবেন না।
• কোনও সমস্যা দেখলে সঙ্গে সঙ্গে দলীয় নেতৃত্বকে জানাবেন।

রবিবার, লড়াই শেষ দিনে ময়দান আঁকড়ে বসে থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

 

 

Related articles

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয়: বিরোধীদের কটাক্ষ মমতার

ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে নিয়োগে-ভর্তিতে বাধা দেয় বৃহস্পতিবার, গান্ধী মূর্তির সামনে মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের...
Exit mobile version