প্রয়াত সাংবাদিক রোহিত সরদনা, শ্রদ্ধা জানিয়ে টুইট রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

প্রয়াত হলেন সাংবাদিক রোহিত সরদনা। ইতিমধ্যেই মারণভাইরাসে দেশের একের পর এক বিশিষ্ট মানুষের মৃত্যু হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন এক জনপ্রিয় সঞ্চালক তথা সাংবাদিক রোহিত সরদনা। গোটা দেশের মানুষের কাছে সাংবাদিক হিসেবেই পরিচিত মুখ ছিলেন রোহিত।করোনায় আক্রান্ত হয়ে সপ্তাহখানেক ধরে ICU তে ভর্তি ছিলেন তিনি। হঠাৎই অবস্থার অবনতি হয়। আজ, শুক্রবার হার্ট অ্যাটাকেই মারা যান রোহিত ।
২০০৮ সালে গণেশ বিদ্যার্থী পুরস্কারে সম্মানিত হন সাংবাদিক রোহিত সরদনা । জানা গিয়েছে বিগত ১৯ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। করোনা রিপোর্ট পজেটিভ আসার পরেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। ওনার এই আকস্মিক প্রয়াণে গোটা দেশের সংবাদমহলে শোকের ছায়া।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রোহিত সরদনা প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। টুইটে প্রধানমন্ত্রী বলেছেন , ‘রোহিত সরদনা খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। উদ্যমে ভরপুর, ভারতের অগ্রগতি নিয়ে উৎসাহী, দয়ালু চিত্ত, রোহিতের অভাব সবাই অনুভব করবেন। তাঁর অকাল প্রয়াণ মিডিয়া জগতে এক বিশাল শূন্যতার তৈরি করেছে। তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।‘

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও টুইট করে রোহিত সরদনা শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি টুইটে লিখেছেন, ‘ জনপ্রিয় নিউজ অ্যাঙ্কর এবং প্রবীণ সাংবাদিক রোহিত সরদনা মারা যাওয়ার সংবাদটি অত্যন্ত দুঃখজনক। তাঁর অকালমৃত্যু সাংবাদিকতা বিশ্বের জন্য ক্ষতি। শ্রী সরদনার পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।‘

Advt

Previous articleফের শিরোনামে নন্দীগ্রাম, গণনার ৪৮ ঘণ্টা আগে খোয়া গেল ফাইল, হার্ড ডিস্ক!
Next articleজরুরি প্রয়োজনে পাঁচটি ভিসা সেন্টারে পরিষেবা দেবে ভারতীয় হাই কমিশন