Sunday, November 16, 2025

নির্দেশিকা জারির পরই শহরের দোকান-বাজারে ‘প্যানিক-শপিং’ শুরু, উপচে পড়েছে ভিড়

Date:

Share post:

শহরজুড়ে শনিবার সকাল থেকে কার্যত ‘প্যানিক- শপিং'(panic-shopping) চালু হয়ে গিয়েছে৷

ভাইরাসের শৃঙ্খল ছিন্ন করতে শর্তসাপেক্ষে দোকান-বাজার খোলার নির্দেশ (directives) জারি করেছে রাজ্য প্রশাসন৷ ওই নির্দেশিকায় বলা হয়েছে, সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত দোকান-বাজার খোলা যাবে৷

এই নির্দেশের পরেই শনিবার সকাল থেকেই ভিড় উপচে পড়ছে শহরের দোকান ও বাজারগুলিতে৷ বাজারে, দোকানের সামনে থলে হাতে লম্বা লাইন চোখে পড়ছে। বেশিরভাগ ক্রেতার মনেই আতঙ্ক, এরপর যে কোনও মুহুর্তে পূর্ণ লকডাউন চালু হয়ে যাবে৷ টান পড়বে খাদ্যদ্রব্যের ৷ তাই শনিবার সকাল থেকেই এক ধরনের আতঙ্কে ঘরে খাদ্যদ্রব্য মজুত করার কাজ চালু হয়ে গিয়েছে৷ ভিড় বেড়েছে দোকান বাজারে। মুদিখানা দোকানের সামনেও বড় লাইন চোখে পড়ছে৷ জেলার ছবিও প্রায় একই৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আর পাওয়া যাবেনা, মূলত এই আতঙ্কেই মানুষজন সংক্রমণকে তোয়াক্কা না করেই রাস্তায় নেমে পড়েছেন প্রয়োজনীয় রসদ জোগাড় করতে৷
সরকারি নির্দেশিকায় অবশ্য বলা হয়েছে, ওষুধের দোকান, মুদি দোকান সহ অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। হোম ডেলিভারি এবং অনলাইন পরিষেবার ক্ষেত্রেও ছাড় রয়েছে। সেইসঙ্গে যে কোনওরকম জনসমাবেশেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
হঠাৎ বাজারে ভিড় করা ক্রেতাদের বক্তব্য, “গতবারের লকডাউনে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছিল। প্রয়োজনীয় জিনিস পেতেও সমস্যা হচ্ছিল। তাই সরকারি নির্দেশিকার কথা জেনেই বাজারে এসেছি। অন্তত সাত দিনের জিনিসপত্র তো কিনে রাখি”৷

আচমকাই আংশিক লকডাউনের এই ঘোষণায় ফের তাজা করে দিয়েছে গত বছরের লকডাউনের স্মৃতিকে।

আরও পড়ুন:ডেথ সার্টিফিকেট-সহ করোনায় মৃতদের দ্রুত সৎকার, দেখভালে নবান্নের ৪৬৬ নোডাল অফিসার

Advt

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...