ব্রেকফাস্ট স্পোর্টস

১) শুক্রবার আইপিএলের  ম‍্যাচে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরকে হারাল পাঞ্জাব কিংস । এদিন বিরাট কোহলির দলের বিরুদ্ধে ৩৪ রানে জিতল কে এল রাহুলের পাঞ্জাব।

২) চলতি বছর কলকাতা লিগ আয়োজন করতে চলেছে আইএফএ। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এমনটাই জানাল বাংলার ফুটবল নিয়ামক সংস্থা।

৩) এবার করোনা যুদ্ধে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিখর ধাওয়ান। অক্সিজেনের  অভাব মেটাতে এবার এগিয়ে এলেন শিখর ধাওয়ান। ২০ লক্ষ টাকি অনুদান দিলেন তিনি।

৪) বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন শিখর ধাওয়ান। এদিন আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান করার নজির গড়লেন তিনি।

৫) করোনা যুদ্ধে আবারও এগিয়ে এলেন সচিন তেনডুলকর। অক্সিজেনের অভাব মেটাতে ১ কোটি টাকা দিলেন সচিন তেনডুলকর।

আরও পড়ুন:আরসিবির বিরুদ্ধে ৩৪ রানে জিতল পাঞ্জাব কিংস

Advt

Previous articleআরসিবির বিরুদ্ধে ৩৪ রানে জিতল পাঞ্জাব কিংস
Next articleকরোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ