সর্বকালীন রেকর্ডে ফের নজির ভারতের, একদিনে দেশে করোনা আক্রান্ত ৪ লক্ষ!! মৃত সাড়ে ৩ হাজার

রোজই রেকর্ড গড়ছে। আবার রোজই ভাঙ্গছে। শনিবার করোনা আক্রান্তের নিরিখে সর্বকালীন সব রেকর্ড ছাপিয়ে গেল ভারত। একদিনেই সংক্রমিত হলেন চার লক্ষ মানুষ। যা নিয়ে ভারতlবাসী তো বটেই বিশ্ববাসীও রীতিমতো আতঙ্কিত। তবে আশার কথা, আক্রান্তর সংখ্যায় রেকর্ড  গড়ার পাশাপাশি সুস্থতার হারেও রেকর্ড গড়ছে দেশ। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থও হয়েছেন প্রায় ৩ লক্ষ মানুষ। শনিবার ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছাড়াল। দৈনিক মৃত্যুর সংখ্যা সাড়ে ৩ হাজারের ওপর।

 

শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৯৯৩ জন। ঠিক একদিন আগে, শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যাটা ছিল ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২। বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৫২৩ হাজার ৫২৩ জনের। শুক্রবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪৯৮।

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৯ হাজার ৯৯৮ জন। দৈনিক আক্রান্তের নিরিখে এই সংখ্যাটা অনেকটা কম হলেও এটিও এককালীন রেকর্ড। আপাতত দেশের মোট অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়াল ৩২ লক্ষ ৬৮ হাজার ৭১০ জন। দেশে এখনও পর্যন্ত সবমিলিয়ে সুস্থ হয়েছেন ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৪০৬ জন। এদিকে, আজ ১ মে থেকেই দেশের বিভিন্ন রাজ্যে শুরু হচ্ছে গণটিকাকরণ। ১৮ থেকে ৪৪ বছরের প্রায় ২ কোটি ৪৫ লক্ষ মানুষ ভ্যাকসিন in পাওয়ার আশায় নাম নথিভুক্ত করিয়েছেন। তবে, কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের যোগান কম থাকার জন্য টিকাকরণ শুরু করা যায়নি। তবে, এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন মোট ১৫ কোটি ৪৯ লক্ষ ৮৯ হাজার ৬৩৫ জন।