মধ্যপ্রদেশে পরিত্যক্ত ট্রাক থেকে উদ্ধার ৮ কোটি টাকার কোভ্যাক্সিন

বহুমূল্য প্রতিষেধক (covid vaccine ) বোঝাই পরিত্যক্ত ট্রাক পড়ে রয়েছে রাস্তার ধারে। দেশজুড়ে যখন করোনা প্রতিষেধকের আকাল তৈরি হয়েছে তখন এই ধরনের গাফিলতির ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিত্যক্ত ট্রাক থেকে কোভিড টিকা উদ্ধারের ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) করেলিতে। শনিবার সকালে মধ্যপ্রদেশের নারসিংহপুর জেলার করেলি বাস স্ট্যান্ডের কাছ থেকে কোভ্যাক্সিন বোঝাই ট্রাকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ট্রাকের ভিতরে প্রায় আড়াই লক্ষ ডোজের কোভ্যাক্সিন মজুত ছিল, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে জানা যায়, রাস্তার ধারে একটি ট্রাক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, ট্রাকটিতে কোভ্যাক্সিন টিকা ঠাসা। ট্রাকের চালক ও খালাসির কোনও খোঁজ নেই। দুজনে বেপাত্তা হলেও রাস্তার পাশের ঝোপ থেকে চালকের মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। রহস্যজনক ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, ট্রাকটির শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সচল থাকায় কোনও প্রতিষেধক নষ্ট হয়নি।