Monday, May 19, 2025

গুজরাতের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮ রোগীর

Date:

Share post:

ফের গুজরাতের হাসপাতালে আগুন৷ কমপক্ষে ১৮ করোনা রোগীর পুড়ে মৃত্যু হয়েছে৷

শুক্রবার মধ্যরাতে গুজরাতের (Gujrat) ভাইরুচের এক বেসরকারি কোভিড হাসপাতালে (Covid-19 hospital) আগুন (Fire) লেগে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮ জন রোগীর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশ ও প্রশাসনের। পুলিশ জানিয়েছেন, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে প্রায় ৫০ জন রোগী ভর্তি ছিলো। শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ ICCU-তে আগুন লাগে। সংবাদমাধ্যম জানিয়েছে, মোট ২৪ জন রোগী ICCU-তে চিকিৎসাধীন ছিলেন। কয়েকজন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনাস্থলে আসে দমকল। দমকল কর্মীরাও উদ্ধার কাজে নামে৷ দগ্ধ রোগীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভাইরুচের পুলিশ সুপার জানিয়েছেন, “কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন কমপক্ষে ১২ জন রোগীর মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা বাড়তে পারে।” সেই আশঙ্কাই সত্যি হয়। শনিবার সকালে পুলিশের তরফে সংবাদসংস্থা পিটিআইকে জানানো হয়েছে, “সকাল সাড়ে ৬ টা পর্যন্ত যা খবর, তাতে ১৮ জনের মৃত্যু হয়েছে।”

প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিটের জেরেই হাসপাতালে আগুন লেগেছিল। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত হবে৷ কিন্তু কেন পর পর গুজরাতের বিভিন্ন করোনা হাসপাতালে আগুন লাগছে, তা নিয়ে যথারীতি প্রশ্ন উঠছে।

প্রসঙ্গত, দিনকয়েক আগে সুরাতের এক করোনা হাসপাতালের ICCU-তে আগুন লাগে। কর্তৃপক্ষের দাবি, আগুনে কেউ হতাহত হননি। ১৬ জন রোগীকেই সুরক্ষিতভাবে শহরের অন্যান্য স্থানান্তরিত করা হয়েছিল। যদিও পরে ৪ জনের মৃত্যু হয়। গত মার্চে ভদোদরা একটি করোনা হাসপাতালে আগুন লেগেছিল। উদ্ধার করা হয়েছিল ২৩ জনকে। তাঁদের ১৭ জন করোনায় আক্রান্ত ছিলেন। ওখানে অবশ্য হতাহতের কোনও খবর ছিলোনা।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ

Advt

spot_img

Related articles

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...

হরপ্রীত ব্রারের দুরন্ত স্পেলেই প্লেঅফ পাকা পঞ্জাব কিংসের

শ্রেয়স আইয়ারের(Shreyas Iyer) বদলে ইমপ্যাক্ট ক্রিকেটার হরপ্রীত ব্রার(Harpreet Brar)। আর সেটাই যে এদিন পঞ্জাব কিংসের(PBKS) মাস্টার স্ট্রোক ছিল...