সাংসদ এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করার জন্য শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, বৈঠকে দেশজুড়ে করোনার ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ে আলোচনা করা হয় ৷ বৈঠকে উপস্থিত সকলের কাছে প্রধানমন্ত্রী আবেদন জানান, তাঁর মন্ত্রিসভার সব সদস্যই যেন তাঁদের সাংসদ এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন ৷ সেখানকার বাসিন্দাদের সবরকমভাবে সাহায্য করেন এবং তারপর তাঁরা কেমন আছেন, নিয়মিত সেই তথ্যও সংগ্রহ করেন ৷
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এদিনের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর নির্দেশ, প্রত্যেকটি এলাকার পরিস্থিতি সম্পর্কে যথাযথভাবে ওয়াকিবহাল থাকতে হবে ৷ তারপর তা মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ৷
এই বৈঠকের পর রাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে একটি বিবৃতিও জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, ‘‘দেশে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা করার জন্য মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ডাকা হয়েছিল ৷ প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, কোভিডের মোকাবিলায় সরকারের সবক’টি দফতরই একসঙ্গে এবং দ্রুত কাজ করে চলেছে ৷’’
এদিনের বৈঠকের পর স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তারা সবক’টি রাজ্যের সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে ৷ প্রয়োজন অনুযায়ী সবাইকে অক্সিজেন ও ওষুধ সরবরাহ করা হচ্ছে ৷ ইতিমধ্যেই ২৩ রাজ্যের জন্য ৮ হাজার ৫৬৩ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করা হয়েছে ৷’’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল ৷ সেখানে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল ৷ তিনি বৈঠকে উপস্থিত সকলের সামনে দেশের বর্তমান করোনা পরিস্থিতির কথা তুলে ধরেন ৷

Advt

Previous articleকরোনায় আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের প্রাক্তন সাংসদ
Next articleগুজরাতের কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৮ রোগীর